মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক সুতি। আর সুতির সীমান্তবর্তী এলাকার গোঠা এ রহমান হাইস্কুলের ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয়। প্রত্যেক ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। ছাত্রীদের সুরক্ষায় কৌশভবাবুর এই উদ্যোগে খুশি স্কুল শিক্ষকরা। নারীদের আত্মরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছেন কৌশভবাবু। যে কেউ এসে তার কাছে প্রশিক্ষণ নিতে পারেন বলে জানান কৌশভ সান্ন্যাল।
advertisement
আরও পড়ুন: সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সময় বজায় রাখতে হবে নির্দিষ্ট গুণগত মান, না থাকলে নেবে না সরকার
মেয়েদের আত্মরক্ষার পাঠ নেওয়ার পাশাপাশি প্রয়োজন ছেলেদের মানসিক চিন্তায় বদল আনা। সে ক্ষেত্রে মেয়েদের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শন জরুরি। প্রশিক্ষক তার কথায়, মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য জুডো, তায়কোয়ান্দো, কারাতে, উইং চুন এবং মুয়ে থাই জনপ্রিয় বিকল্প, যা শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস এবং আত্মরক্ষা বাড়াতে সাহায্য করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রশিক্ষণ মানসিক দৃঢ়তা, মনোযোগ বৃদ্ধি, এবং চাপ কমাতেও সহায়তা করে। এই কর্মসূচির লক্ষ্য হল মেয়েদের ক্ষমতায়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করা ৷ প্রাথমিক পর্যায়ে মার্শাল আর্ট শেখানো হচ্ছে। এখনও পর্যন্ত ৬০ হাজার ছাত্রী ও মেয়েদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশের নিজস্ব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে জেলাবাসী সকলেই।





