TRENDING:

West Bengal Police: সর্বনাশ! পাঁশকুড়া হোটেল-রেস্তোরাঁয় ওরা কারা! হোটেলের ঘরে এ কী 'নোংরা' কাণ্ড! পুলিশ আসতেই সব রহস্য ফাঁস

Last Updated:

West Bengal Police: এবার সেই পাঁশকুড়া খবরের শিরোনামে মধুচক্রের আসরের জন্য। রাতে পাঁশকুড়ার ওই হোটেল-রেস্তোরাঁর আড়ালে মধুচক্রের আসরে হানা দেয়। হতবাক এলাকাবাসী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: হোটেল-রেস্তোরাঁর আড়ালে চলছিল এই কারবার। আর পুলিশ আসতেই ফাঁস হল সবটা। তা দেখে চক্ষু চড়কগাছ এলাকাবাসীদের। বাস রাস্তার ধারে হোটেল-রেস্টুরেন্টের আড়ালে রীতিমতো চলছিল মধুচক্রের আসর। অভিযান চালাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুরুষ ও মহিলা মিলে গ্রেফতার হল আটজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা অন্তর্গত পিতপুর এলাকায়। পাঁশকুড়া ফুল চাষের জন্য বিখ্যাত। এবার সেই পাঁশকুড়া খবরের শিরোনামে মধুচক্রের আসরের জন্য। রাতে পাঁশকুড়ার ওই হোটেল-রেস্তোরাঁর আড়ালে মধুচক্রের আসরে হানা দেয়। হতবাক এলাকাবাসী!
advertisement

পাঁশকুড়া থানা সূত্রে জানা যায়, পাঁশকুড়া ঘাটাল রাস্তার পিতপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযোগ ছিল দীর্ঘদিন হোটেল-রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের আসর বসত। রেস্তোরাঁ থেকে মধুচক্রের আসরে জড়িত থাকার অপরাধে হোটেল মালিকসহ চার জন পুরুষ ও চার যুবতী সহ মোট আট জনকে রাতে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: SSC-তে ৩৬০০০ নিয়োগ মামলায় নতুন নির্দেশ আদালতের! ১০ নম্বর পাওয়ার যোগ্য কারা, জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! বললেন, ‘সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাব!’

থানায় জিজ্ঞাসাবাদের পর তাদের মধুচক্রের কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়। পাঁশকুড়া থানা থেকে ১৫ অক্টোবর তমলুক আদালতে তোলা হয়। থানা সূত্রে জানা যায় ধৃত যুবতীরা কেউই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নয়। চারজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

advertisement

View More

সরকারি আইনজীবী শফিউল আলী খান জানান, ‘দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলছিল ওই হোটেল-রেস্তোরাঁয়। পাঁশকুড়া পুলিশ গোপন সূত্র মারফত খবর পায়। অভিযান চালিয়ে চারজন যুবতী ও চারজন পুরুষকে আটক করে। জেলা আদালতে তোলা হলে চারজন পুরুষের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই যুবতীদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তাদের সরকারি হোমে পাঠান হয়েছে।’ মধুচক্রের আসরে জড়িত থাকার কারবারে ধৃতদের তমলুক জেলা আদালতে তোলা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

আদালত চার যুবতীকে হোমে পাঠানোর নির্দেশের পাশাপাশি বাকি চার জনকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। কালীপুজোর আগে পাঁশকুড়ার মত জায়গায় মধুচক্রের আসরে জড়িত থাকার কারণে হোটেল ও রেস্তোরাঁ থেকে গ্রেফতারের পাশাপাশি ওই হোটেল ও রেস্তোরাঁর তিনটি রুম সিল করে দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Police: সর্বনাশ! পাঁশকুড়া হোটেল-রেস্তোরাঁয় ওরা কারা! হোটেলের ঘরে এ কী 'নোংরা' কাণ্ড! পুলিশ আসতেই সব রহস্য ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল