প্রথমবারের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল, আসানসোল লোকসভা কেন্দ্র জয় করতে ছিল মরিয়া। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৬০ হাজারের বেশি এবং ২০১৯ লোকসভা নির্বাচনে প্রায় ২ লক্ষ ভোটের কাছাকাছি জয়লাভ করে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ৫ কেন্দ্রে তৃণমূল এবং ২ কেন্দ্রে বিজেপি জয়লাভ করে। এ বার সেই বিধানসভা ভোটের ফলাফলের ধারা যাতে লোকসভা নির্বাচনে বজায় থাকে তার জন্য তৃণমূলের কাছে অন্যতম ভরসা ছিল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
advertisement
আরও পড়ুনঃ তাঁর নাম করে বিচারককে হুমকি চিঠি, নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত!
বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রতাপ সিং, হাসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, এই সমস্ত শীর্ষ স্থানীয় নেতৃত্ব বিধানসভা ভিত্তিক সাংগঠনিক কাজকর্ম ও বিভিন্ন জনসভায় সক্রিয় ভূমিকা পালন করেন। এ ছাড়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সুস্থ থাকাকালীন সক্রিয় ভূমিকা পালন করেন দলীয় প্রার্থী শত্রুঘন সিনহার হয়ে।
আরও পড়ুনঃ অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার, হুমকি চিঠি পেলেন বিচারক
সাংগঠনিক বিচারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে বীরভূম শাসক দলের শক্ত ঘাঁটি। আর সেটা সম্ভব হয়েছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের দক্ষতার সঙ্গে জেলা পরিচালনার জন্য। আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপি-র অগ্নিমিত্রা পালকে হারানোয় পশ্চিমবঙ্গে পদ্মশিবিরের লোকসভার প্রতিনিধির সংখ্যাও এক জন কমে গিয়েছে। ২০১৯ সালে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জিতেছিল বিজেপি প্রার্থীরা। সেই তালিকায় ছিলেন আসানসোল থেকে জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়। উপনির্বাচনে হেরে যাওয়ায়, তা কমে হয়েছে ১৭।
অন্যদিকে, তৃণমূলের লোকসভা সাংসদের সংখ্যা ২২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা নিয়ে মিটিং করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মনে করিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছ ভাবমূর্তির বিষয়টি। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, আত্মবিশ্বাস নিয়ে এখন থেকেই জনসংযোগে জোর দিতে বলা হয়েছে। এমন আচরণ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
ABIR GHOSHAL