পরবর্তীতে আরও ৭ হাজার টাকা দিতে বলা হয় তাকে। কিন্তু এখনও পর্যন্ত মেলেনি কোনো চাকরি। আয়ুব হোসেনের আইনজীবী জানান , " আমার মক্কেলের অভিযোগ হল তার থেকে ৪ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে তার পরিবারের চারজন সদস্যকে করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরে গ্রুপ ডি -তে চাকরি এমন প্রতিশ্রুতি দেওয়া হয় । কিন্তু এখনো তাদের দেওয়া হয়নি কোনো চাকরি । তাই অভিযুক্তর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করা হয় সিউড়ি আদালতে ।"
advertisement
আরও পড়ুন: বিরাট স্বস্তি, আগামী ৩ মাসে প্রচুর চাকরি হবে! কেন? কী বলছেন নিয়োগকর্তারা?
আয়ুব হোসেন জানান , "আমার পরিবারের চারজন সদস্যদের চাকরি করে দেবে কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরে এমন প্রতিশ্রতি দেয় আমায় । এই প্রতিশ্রুতির ভিত্তিতে ৪ লক্ষ ৪০ হাজার টাকাও নেয় আমার থেকে । পরবর্তীতে আরো ৭ হাজার টাকা দিতে বলে আমায় । কিন্তু এখনো পর্যন্ত মেলেনি কোনো চাকরি । পরবর্তীতে আমি জানতে পারি এমন অনেকেই তার কাছে প্রতারিত হয়েছে । তাই বাধ্য হয়ে আমি কোর্টে মামলা করি । "
আরও পড়ুন: ব্যাঙ্কে স্বল্পমেয়াদের ফিক্সড ডিপোজিটেও মিলবে সর্বোচ্চ সুদের হার, রইল সেই তালিকা!
অপর দিকে অমল ঘোষ অস্বীকার করেন সমস্ত অভিযোগ । তিনি জানান , "এমন কোনো প্রকার টাকা আমি কারুর থেকে নিনি । তবে তিনি যদি আদালতে মামলা করে থাকেন তবে প্রমাণ করুক । প্রমাণ করলেই সব সত্যি প্রকাশ্যে চলে আসবে ।"