বহু জায়গায় বাড়ির পাখা, আলমারি কেঁপে ওঠে, পুকুরের জল দুলতে দেখা যায়। হঠাৎ মাথা ঘোরার মতো অনুভব করেন অনেকেই। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের টুঙ্গী এলাকা, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
advertisement
প্রায় এক মিনিট ধরে চলা এই কম্পনে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে চাঞ্চল্য দেখা দেয়, রাজ্যের নানা প্রান্তেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। অফিস টাইমে কম্পন অনুভূত হওয়ায় অনেক জায়গায় মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
তবে আফটার শকের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন জেলার মানুষের মধ্যে। তথ্যপ্রযুক্তির নগরী-সহ ব্যারাকপুর শিল্পাঞ্চল, দমদম এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় এদিনের কম্পন টের পান মানুষজন। বহুতল আবাসনগুলিতেও বহু ক্ষেত্রে ফাটল দেখা দিয়েছে।






