TRENDING:

West Bengal Crime News: আস্ত 'রেললাইন' চুরি! উদ্ধার হল কোথা থেকে? অনুব্রতর খাস তালুকে বিরাট চক্রের পর্দাফাঁস পুলিশের

Last Updated:

West Bengal Crime News: বীরভূমের কাঁকড়তলায় উদ্ধার করা হল চুরি যাওয়া রেললাইন। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। উদ্ধার প্রচুর রেলের লাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের ভীড়গড় থেকে ঝাড়খণ্ডের পলাশথলি ট্রেন বন্ধ দীর্ঘদিন। সেই রেল লাইনের অনেকটা অংশ চুরি হয়ে যাওয়াতেই বিপত্তি। বীরভূমের কাঁকড়তলা থানার পুলিশ গোপনসুত্রে রেললাইন চুরির খবর পেয়েই অন্ডাল আরিপিএফ এর সঙ্গে যোগাযোগ করে, অন্ডাল রেল পুলিশের ও বীরভূমের কাঁকড়তলা থানার যৌথ অভিযানে প্রায় ৩০টি রেললাইন-সহ দুজন কে গ্রেফতার করল কাঁকড়তলা থানার পুলিশ।
রেললাইন চুরির চক্র ফাঁস! 
Representative Image
রেললাইন চুরির চক্র ফাঁস! Representative Image
advertisement

আরও পড়ুন: 'গায়ে তো মোষের মতো শক্তি...!’ তরুণীর সঙ্গে মহিলা চেকারের ধুন্ধুমার! রানাঘাট লোকালের ভাইরাল ভিডিওতে নেটপাড়ায় ঝড়

রেললাইন চুরির ঘটনায় ধৃতদের নাম শেখ আলতাব (২২) ও শেখ ইন্তাজ (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজনেরই বাড়ি কাঁকড়তলা থানার কৈথি গ্রামে। কাঁকড়তলা পুলিশের পক্ষ থেকে ধৃতদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ অণ্ডাল-পলাস্থলি রুটের কাঁকড়তলা গ্রাম থেকে পলাস্থলি পর্যন্ত লাইনের লোহা চুরি হচ্ছে। এদিন গভীর রাত্রে কাঁকড়তলা থানার পুলিশের জালে ধরা পড়ে দুজন লোহা পাচারকারী তাদের জিজ্ঞাসাবাদ করে কৈথি গ্রামের কাছে একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে থেকে ৩০টিও বেশি রেললাইনের লোহার টুকরো উদ্ধার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

অন্ডাল রেলপুলিশ এই বাজেয়াপ্ত রেললাইনগুলি নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই চুরির চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ ও রেল পুলিশ।

সুপ্রতিম দাস

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Crime News: আস্ত 'রেললাইন' চুরি! উদ্ধার হল কোথা থেকে? অনুব্রতর খাস তালুকে বিরাট চক্রের পর্দাফাঁস পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল