হোম » ছবি » দেশ » বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার জন্য চমক!

Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

  • 112

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    বিখ্যাত ট্রেন বন্দে ভারত নিয়ে গর্বিত গোটা দেশ। দ্রুততার জীবনে মূল্যবান সময়কে আরও সহজে ব্যবহার করে চমকে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই মুহূর্তে এই দেশে রয়েছে মোট ১৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 212

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    এই ১৩টির মধ্যে উত্তর, পশ্চিম ও দক্ষিণে একাধিক ট্রেন চললেও পূর্ব ভারতে মাত্র একটি ট্রেন চলছে - হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। রেলসূত্রে সুখবর এবার বাংলার জন্যে। জানা গেল, শীঘ্রই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটতে শুরু করবে পূর্ব ভারতের দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটি। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 312

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    এখানেই শেষ নয়। পূর্বভারতের ঝুলিতে এবার এল আরও একটি বন্দে ভারত। এই তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি কোন রুটে দৌড়োবে এই খবর এবার জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 412

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    জানা গিয়েছে, এবার পূর্ব ভারতের পটনা থেকে রাঁচির হাতিয়া জংশন পর্যন্ত ছুটবে এই তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। ৩২৫ কিমি দীর্ঘ এই পথ অতিক্রান্ত করতে আপাতত ৭ ঘণ্টা সময় লাগবে ট্রেনটির। তবে ভবিষ্যতে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই পথ মাত্র ৪ ঘণ্টায় পার করা সম্ভব হবে বলে আশা ভারতীয় রেলের। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 512

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    রিপোর্ট অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল পটনা-রাঁচি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম দৌড় শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। রেলের তরফে জানানো হয়েছে, পটনা-রাঁচি রুটে সপ্তাহে ৬ দিন চলবে এই বন্দে ভারত। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 612

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    রেলসূত্রে আরও খবর, জনশতাব্দীর জায়গায় চলবে বন্দে ভারত। সূত্রের মতে, ট্রেনটি সম্ভবত সকাল ৬টা ৪৫ মিনিট পাটনা থেকে ছাড়বে রাঁচির উদ্দেশে।ট্রেনটি জেহানাবাদ, গয়া, কোডারমা, হাজারিবাগ টাউন, বারকাকানা, তাতিসিলভে এবং রাঁচি হয়ে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ হাতিয়ায় পৌঁছবে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 712

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    জনশতাব্দীর মতোই এই বন্দে ভারত ট্রেনটি হাতিয়া থেকে দুপুর আড়াইটায় যাত্রা শুরু করে পাটনা পৌঁছবে রাত ৯টায়। তবে টিকিটের মূল্য ও বুকিং সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 812

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    অন্যদিকে, গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বিহু উপলক্ষে চালু হবে শীঘ্রই। সম্ভাব্য সূচি অনুযায়ী, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে বেলা ১২টা ৩০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছাবে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 912

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    সূত্র বলছে, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ৪১১ কিলোমিটার পথ পাড়ি দিতে ৬ ঘণ্টা ১৫ মিনিট লাগবে বন্দে ভারতের। এদিকে দুপুর ১ টা ৩০ মিনিটে গুয়াহাটি থেকে ছাড়বে ফিরতি বন্দে ভারত এক্সপ্রেস। যেটি নিউ জলপাইগুড়িতে পৌঁছবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 1012

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    সম্ভাব্য সূচি অনুযায়ী, এনজেপি থেকে ছেড়ে যাওয়ার পর সকাল ৭টা ৫১ মিনিটে নিউ কোচবিহারে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৯টায় কোকরাঝাড় পৌঁছাবে ট্রেনটি। নিউ বঙ্গাইগাঁওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল ৯টা ৫০ মিনিটে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 1112

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    এরপর বিকেল ৪টে ১৯ মিনিটে কোকরাঝাড়ে পৌঁছাবে ট্রেনটি। বিকেল ৫ টা ২৬ মিনিটে পৌঁছাবে নিউ কোচবিহারে। সব স্টেশনেই দুই মিনিট করে দাঁড়াবে ট্রেনটি।

    MORE
    GALLERIES

  • 1212

    Vande Bharat Express: বন্দে ভারতের Big আপডেট! বিখ্যাত এই ট্রেন এবার ছুটবে কোন রুটে? বাংলার রেলযাত্রীদের জন্য বিরাট চমক!

    দেশের এই অঞ্চলের দ্বিতীয় ও তৃতীয় এই দুই নতুন বন্দে ভারত চালু হলে পূর্ব ভারতের যাত্রীরা যে উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES