পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ডাম্পার ও বিশ্বজিৎবাবুর বাইক বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে। ঘাতক ডাম্পারের চালক এলাকা ছেড়ে চম্পট দেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ডাম্পারের যৌথ মালিক বিশ্বজিৎ মন্ডল ও তাঁর পার্টনার তরুণ দত্ত। কাল বিশ্বকর্মা পুজো। তাই বিশ্বজিৎবাবু এদিন ডাম্পারটি পুজো করানোর উদ্দেশে শিবপুর ঘাটে অজয় নদে ধোয়ার জন্য নিয়ে যান। তিনি ও তাঁর সহযোগী ডাম্পারের খালাসি নদের জলে ডাম্পারটি ধুয়ে পরিষ্কার করেন।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর আগে শহরে ‘ওঁদের’ ভিড়, সবাই ছুটে এসেছেন! বর্ধমানে হচ্ছেটা কী?
এরপর বিশ্বজিৎবাবু খালাসিকে ডাম্পার চালিয়ে কৃষ্ণপুর যেতে বলেন। ডাম্পারের সামনে বিশ্বজিৎবাবু বাইক চালিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণপুর এলাকায় ডাম্পার চালক ওই খালাসি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বজিৎবাবুর বাইকের পেছনে ধাক্কা মারেন। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বিশ্বজিৎবাবু। ডাম্পারের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনায় তাঁর পা দু’টি চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যায়। ঘটনাস্থলে ডাম্পার ছেড়ে পালিয়ে যান ওই চালক খালাসি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা সেখ কাজল জানান, খুবই মর্মান্তিক ঘটনা। ওই ডাম্পারটি বিশ্বজিৎ মন্ডল ও তরুণ দত্তের পার্টনারশিপে ছিল। নিজের ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে তাঁর নিজের মৃত্যু হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক ( তিন) রাজকুমার মালাকার জানান, ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ডাম্পারের চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।