TRENDING:

Bangla News| Weekend Tour|| গরম কমতেই কৈখালীতে পর্যটকের ঢল, সপ্তাহান্তে আপনিও ঘুরে আসুন, রইল বিস্তারিত

Last Updated:

Bangla News: ইদের ছটিতে একটু হলেও আবহাওয়ার পরিবর্তন এসেছে। গরম থেকে একটু হলেও মানুষ নিস্তার পেয়েছে। সেই জন্যে সুন্দরবনের কুলতলীর কৈখালী নদী ও সুন্দরবনে পর্যটন কেন্দ্রে ভিড় করছে বহু মানুষ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছিল। কোথায় গেলে একটু স্বস্তি মিলবে, তার জন্য মানুষ আকুল হয়ে পড়েছিল। কয়েকদিন আগে আমরা বাংলার নববর্ষকে স্বাগত জানিয়েছি। ইংরেজি নববর্ষে সুন্দরবন থেকে সমুদ্র সৈকতে চলার দায় ছিল পর্যটকের ভিড়ে। কিন্তু গরমের জ্বালায় এই বাংলা নববর্ষে সুন্দরবন থেকে সমুদ্র সৈকতে সেভাবে পর্যটকের ভিড় চোখে পড়েনি।
advertisement

তবে এই ইদের ছটিতে একটু হলেও আবহাওয়ার পরিবর্তন এসেছে। গরম থেকে একটু হলেও মানুষ নিস্তার পেয়েছে। সেই জন্যে সুন্দরবনের কুলতলির কৈখালী এই নদী ও সুন্দরবনে পর্যটন কেন্দ্রে ভিড় করছে বহু মানুষ। অনেকেই নৌকা করে নদীপথে বেড়াতে যাচ্ছেন। আবার কেউ কেউ কুলতলীর কৈখালী বিভিন্ন পর্যটন কেন্দ্রের ভিড় করছে।

advertisement

আরও পড়ুনঃ কুকুর দলের মুখে ঝুলছে ওটা কী! হাড়হিম দৃশ্য! মুহূর্তে তোলপাড় সাগর

View More

তবে কুলতলির পুলিশ প্রশাসনের তরফ থেকে বিপদ এড়াতে তারা কিন্তু অনেক বড় পদক্ষেপ নিয়েছে। ঘুরতে এসে কোনওরকম বিপদ যাতে না ঘটে কুলতলী থানার পুলিশের তরফ থেকে নদী এলাকা ও সুন্দরবনের কৈখালীর বিভিন্ন প্রান্তে পুলিশ নজরদারি চালাচ্ছে। কুলতলী থানার আইসি নিজে বোর্ডে চেপে বিভিন্ন এলাকায় যাতে পর্যটকদের কোনওরকম বিপদ না ঘটে নিজে এলাকায় ঘুরে নজরদারি চালাচ্ছেন।

advertisement

এ বিষয়ে এক পর্যটক বলেন, 'আমরা ভেবেছিলাম এই গরমে হয়তো কোথাও বেরোনো হওয়া সম্ভব হবে না। তবে একটু হলেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে তাই আমরা বেরিয়েছি সুন্দরবনের প্রকৃতির অপরূপ সুন্দর একটু হলেও চোখে দেখার জন্য বেরিয়ে পড়েছি।' নদী আর গাছগাছালির শীতল হাওয়া জুড়িয়ে খুশি পর্যটক তেমনই খুশি ব্যবসায়ীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News| Weekend Tour|| গরম কমতেই কৈখালীতে পর্যটকের ঢল, সপ্তাহান্তে আপনিও ঘুরে আসুন, রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল