Bangla News| Viral|| কুকুর দলের মুখে ঝুলছে ওটা কী! হাড়হিম দৃশ্য! মুহূর্তে তোলপাড় সাগর

Last Updated:

Bangla News: সাগরের কোম্পানিরছাড় এলাকায় প্রকাশ্যে এক সদ্যোজাতর দেহ মুখে নিয়ে ঘুরছিল কুকুরের দল। আর সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

সাগরে হাড়হিম দৃশ্য
সাগরে হাড়হিম দৃশ্য
সাগরঃ গতকাল সন্ধ্যায় সাগরের কোম্পানির ছাড় এলাকায় প্রকাশ্যে এক সদ্যোজাতর দেহ মুখে নিয়ে ঘুরছিল কুকুরের দল। আর সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পাশের মুড়ি গঙ্গার খালে ওই সদ্যোজাতের দেহটি ভেসে আসে বলে জানিয়েছেন বাসিন্দারা। পরে কুকুরের দল টেনে নিয়ে আসে। খবর দেওয়া হয়েছিল স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের। খবর পেয়ে সিভিক ভলান্টিয়াররা গভীর রাতে দেহটি মাটিতে পুঁতে দেয়। কিন্তু এলাকার বাসিন্দারা এই ঘটনায় ক্ষুব্ধ।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সদ্যোজাতর এই দেহটি কোথা থেকে এল?‌ কেন ময়নাতদন্তে পাঠানো হল না। গোটা ঘটনার তদন্ত না করে তড়িঘড়ি মাটি চাপা দিয়ে দিল কেন সিভিক ভলান্টিয়াররা।
advertisement
আরও পড়ুনঃ বৈশাখে 'এই' টোটকাতেই তুষ্ট লক্ষ্মী-নারায়ণ! একবার মেনেই দেখুন, আমূল বদলাবে জীবন
তবে সাগর থানার পুলিশ জানিয়েছে,এই ঘটনার কথা এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় মানুষজনেরা ওই সদ্যোজাতর দেহ ওই এলাকায় খালের ধারে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
advertisement
এই ঘটনার বিষয়ে সুন্দরবন পুলিশ সুপার জানান ,বিষয় টি খোঁজ নিয়েছি এবং পুলিশকে বলা হয়েছে এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে এবং ওই সদ্যোজাতার দেহ পুনরায় উদ্ধার করা হবে ময়নাতদন্তির জন্য। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্বজিৎ হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News| Viral|| কুকুর দলের মুখে ঝুলছে ওটা কী! হাড়হিম দৃশ্য! মুহূর্তে তোলপাড় সাগর
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement