পাঁচলার জুজারসাহা পি এন মান্না ইনস্টিটিউশন, অন্য একটি পরীক্ষা সেন্টার। পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। একই সঙ্গে বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ পেন এবং জলের বোতল তুল দেওয়া হয়। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মানসিক যে পরিস্থিতি দেখা যায় তার থেকে ভিন্ন এখানে। এমন উৎসব সাজে পরীক্ষা কেন্দ্র দেখে পরীক্ষার্থীরাও হাসিমুখে প্রবেশ করছেন।
advertisement
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যায় ভয়? এই ‘ছোট্ট’ নিয়ম মানলেই মিলবে ভাল নম্বর! কী কী পড়তে হবে ভাল করে?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাঁচলা ব্লকের দুটি প্রধান পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটি জুজারসাহা পি এন মান্না ইনস্টিটিউশন। এই পরীক্ষা কেন্দ্রকে মডেল পরীক্ষা কেন্দ্র হিসেবে সাজানো হয়েছে। এখানে চারটি স্কুল মিলিয়ে মোট ১১৬ জন পরীক্ষার্থীর সংখ্যা। মোট ১১ দিন পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। স্কুলকে এমনভাবে সাজানো স্কুলের প্রধান শিক্ষকের মস্তিষ্ক প্রসূত। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা নিজেদের দায়িত্ব সামাল দিলেন। এ প্রসঙ্গে দুধের জুজারসাহা পি এন মান্না ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শেখ আকতার আলী জানান, ‘ছাত্র-ছাত্রীদের পাশে শিক্ষক-শিক্ষিকা। তা বুঝিয়ে দিতেই এ উদ্যোগ।’
রাকেশ মাইতি





