আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
বিরোধীদের অভিযোগ গণনাকেন্দ্রে থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়। বিজেপির দাবি, তৃণমূলের গুন্ডাবাহিনীরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে গণনায় কারচুপির করার চেষ্টা চালাচ্ছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থানে আসেন জগন্নাথ সরকার। গণনা কেন্দ্রের বাইরে তিনি এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কোভিদ মন্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। তারপর, সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
advertisement
আরও পড়ুনঃ অশান্ত রাজ্য! গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, অভিযুক্ত তৃণমূল
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি। আর ভোটগণনার সেই ছবি। সকাল থেকেই ফের অশান্ত রাজ্যে। বহু জায়গাই ভোটগণনা কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি।
Mainak Debnath
