WB Panchayat Elections Result 2023: অশান্ত রাজ্য! গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, অভিযুক্ত তৃণমূল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bengal Panchayat Election Results: কাটোয়া এক নম্বর ব্লকের গণনা কেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা। সিপিএমের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
কাটোয়াঃ কাটোয়া এক নম্বর ব্লকের গণনা কেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা। সিপিএমের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গাড়ির চালক-সহ এক সিপিএম কর্মী জখম হয়েছে। আহতরা শ্রীখন্ড ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি। কাটোয়া বর্ধমান সড়কে শ্রীখণ্ড গ্রামের ঘটনা।
সিপিএমের অভিযোগ আজ সকালে তাঁরা যখন যাচ্ছিল তখন তৃণমূলের দুষ্কৃতিরা তাঁদের গাড়ি থামিয়ে তাদের মারধর করে, গাড়ি ও ভাঙচুর করে। অন্যদিকে দেখা যায় বিজেপির এজেন্ট ও কর্মীরা কাউনটিং সেন্টারে ঢুকতে না পেরে বাড়ির পথের রওনা দিয়েছে। তাঁদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিরা মেরে তাঁদের তাড়িয়ে দিয়েছে। বেলা গড়িয়ে গেলেও কর্মীর অভাবে এখনও গণনা শুরু হয়নি কাটোয়ার এক নম্বর ব্লকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নন্দীগ্রামে শুরু ভোটগণনা! ২১-এর পর গ্রাম দখলের লড়াইেও নজরে সেই অধিকারী-গড়
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি। আর ভোটগণনার সেই ছবি। সকাল থেকেই ফের অশান্ত রাজ্যে। বহু জায়গাই এখনও শুরু হয়নি ভোটগণনা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 10:42 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
WB Panchayat Elections Result 2023: অশান্ত রাজ্য! গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, অভিযুক্ত তৃণমূল