Bengal Panchayat Election Results: নন্দীগ্রামে শুরু ভোটগণনা! ২১-এর পর গ্রাম দখলের লড়াইেও নজরে সেই অধিকারী-গড়
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Bengal Panchayat Election Results: এবারও পঞ্চায়েত নির্বাচনেও সারা রাজ্যের নজরে সেই ‘নন্দীগ্রাম’। নির্ধারিত সময়ে সকাল ৮.০০ থেকে শুরু হয়েছে সেই কেন্দ্রের ভোটগণনা।
নন্দীগ্রাম: ২০২১-এর বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেই হাইভোল্টেজ ভোটের লড়াইতে একদিকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ঠিক ২ বছর বাদে ফের নির্বাচন রাজ্যজুড়ে। এবারও পঞ্চায়েত নির্বাচনেও সারা রাজ্যের নজরে সেই ‘নন্দীগ্রাম’। নির্ধারিত সময়ে সকাল ৮.০০ থেকে শুরু হয়েছে সেই কেন্দ্রের ভোটগণনা।
পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান বলছে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় মোট ১৭ টি গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি এবং পাঁচটি জেলা পরিষদ রয়েছে। ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি অবশ্যই ৬৬ টি আসনে প্রার্থী দিতে পারিনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে ৭টি আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি বলেই জানা গিয়েছে। মূলত এই নন্দীগ্রামে পঞ্চায়েতে লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যেই। যদিও নির্দলও এক অন্যতম ফ্যাক্টর হতে চলেছে নন্দীগ্রামে বলেই রাজনৈতিক মহল মনে করছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২টি গ্রাম পঞ্চায়েতেই এগিয়ে ছিল বিজেপি। এবার সেই ভোট ব্যাঙ্ক একদিকে যেমন ধরে রাখার জন্য মরিয়া রাজ্যের প্রধান বিরোধী দল, তেমনি নিজেদের ভোট বাড়ানোর অন্যতম চ্যালেঞ্জ শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে।
advertisement
advertisement
যদিও ভোট পর্বের আগে থেকেই শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বহিরাগতদের নন্দীগ্রামে ঢোকানো হচ্ছে বলে সরব হয়েছিলেন। তিনি প্রথম থেকেই অভিযোগ করেন নির্বাচন কমিশন নির্বাক রয়ে ছিল। রাজনৈতিক মহলের দাবি নন্দীগ্রামে এবার পঞ্চায়েত নির্বাচনে ১১টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অপরদিকে বাকি ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের লড়াই হতে চলেছে বাম ও নির্দল প্রার্থীদের সঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ ‘প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা দেখতে হবে’, গণনার আগে কড়া বার্তা শুভেন্দুর
view commentsঅন্যদিকে নন্দীগ্রামের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম রাজনৈতিক অশান্তি তৈরি না হয় তার জন্য বিশেষ কয়েকটি অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল। যদিও বিজেপির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী একাধিক বুথে মোতায়েন করা হয়নি। অন্যদিকে গণনার দিন তিনি নিজে নন্দীগ্রাম থাকবেন তা আগেই ঘোষণা করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত, আজ গোটা বাংলার নজর থাকবে সেই ‘হাই ভোল্টেজ’ নন্দীগ্রামের দিকে যা ২০২১-এ নির্ধারণ করেছিল রাজ্যের ভাগ্য।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 8:50 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Bengal Panchayat Election Results: নন্দীগ্রামে শুরু ভোটগণনা! ২১-এর পর গ্রাম দখলের লড়াইেও নজরে সেই অধিকারী-গড়