Panchayat Election 2023: 'প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা দেখতে হবে', গণনার আগে কড়া বার্তা শুভেন্দুর

Last Updated:

সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, 'বিজেপির চাপেই নয়া নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে রাজ্য নির্বাচন কমিশন'।

শুভেন্দুর বার্তা
শুভেন্দুর বার্তা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোট গণনার ঠিক আগের দিন দলের গণনা কর্মীদের বড় বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেহজনক বুথগুলিতে ব্যালট পেপারের পিছনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা তা দেখে নেওয়ার জন্য নিজের দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেস বাদে সমস্ত রাজনৈতিক দলের গণনা কর্মীদের কাছে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, ‘ রাজ্যে ৫০ লক্ষ ভোট লুট করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে ১৫ থেকে ২০ লক্ষ ব্যালট পেপারের পিছনে প্রিসাইডিং অফিসারের সাক্ষর নেই। আর সে কারণেই শুধুমাত্র ব্যালট পেপারের সামনের অংশে  দলীয় প্রতীকে ভোট দেওয়ার চিহ্ন দেখলেই হবে না। গণনা কর্মীদের ব্যালট পেপারের পিছনের অংশে প্রিসাইডিং অফিসারের সই আছে কিনা তাও দেখে নিতে হবে। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট ছিনতাই করে তাতে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
advertisement
তবে শুধু বিজেপির কাউন্টিং এজেন্টদেরই নয়, শাসকদল বাদে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট এবং সরকারি কর্মচারীদের যাঁরা গণনার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদেরকেও ব্যালট পেপারের সামনে এবং পিছনের অংশ দেখেই প্রতিটি পেপারের গণনা প্রক্রিয়া সম্পন্ন করার কথা  বলেন শুভেন্দু। বিজেপি রাজ্য দফতর মুরলিধর সেন লেনে সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, ‘বিজেপির চাপেই নয়া নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে রাজ্য নির্বাচন কমিশন’। বলাবাহুল্য, ভোটগণনা নিয়ে সোমবার কড়া নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ বিরোধীরা ব্যালট পেপারে কারচুপির অভিযোগ তোলার পর ভোট গণনার আগের দিন নতুন নির্দেশ জারি করল কমিশন৷ নয়া নির্দেশিকায় জানানো হল, ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই এবং স্ট্যাম্প না থাকলে তা বাতিল বলে ঘোষণা হবে৷ পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর থেকেই  বিরোধীদের মারাত্মক অভিযোগ ছিল যে, বহু জায়গায় ব্যালট পেপারে দেদার ছাপ্পা ভোট মেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এমনকি, ভোট শেষ হওয়ার পর স্ট্রং রুমেও ব্যালট বাক্স অদল বদল করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: 'প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা দেখতে হবে', গণনার আগে কড়া বার্তা শুভেন্দুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement