Panchayat Election 2023: 'প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা দেখতে হবে', গণনার আগে কড়া বার্তা শুভেন্দুর
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, 'বিজেপির চাপেই নয়া নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে রাজ্য নির্বাচন কমিশন'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোট গণনার ঠিক আগের দিন দলের গণনা কর্মীদের বড় বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেহজনক বুথগুলিতে ব্যালট পেপারের পিছনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা তা দেখে নেওয়ার জন্য নিজের দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেস বাদে সমস্ত রাজনৈতিক দলের গণনা কর্মীদের কাছে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, ‘ রাজ্যে ৫০ লক্ষ ভোট লুট করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে ১৫ থেকে ২০ লক্ষ ব্যালট পেপারের পিছনে প্রিসাইডিং অফিসারের সাক্ষর নেই। আর সে কারণেই শুধুমাত্র ব্যালট পেপারের সামনের অংশে দলীয় প্রতীকে ভোট দেওয়ার চিহ্ন দেখলেই হবে না। গণনা কর্মীদের ব্যালট পেপারের পিছনের অংশে প্রিসাইডিং অফিসারের সই আছে কিনা তাও দেখে নিতে হবে। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট ছিনতাই করে তাতে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
advertisement
তবে শুধু বিজেপির কাউন্টিং এজেন্টদেরই নয়, শাসকদল বাদে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট এবং সরকারি কর্মচারীদের যাঁরা গণনার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদেরকেও ব্যালট পেপারের সামনে এবং পিছনের অংশ দেখেই প্রতিটি পেপারের গণনা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন শুভেন্দু। বিজেপি রাজ্য দফতর মুরলিধর সেন লেনে সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, ‘বিজেপির চাপেই নয়া নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে রাজ্য নির্বাচন কমিশন’। বলাবাহুল্য, ভোটগণনা নিয়ে সোমবার কড়া নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ বিরোধীরা ব্যালট পেপারে কারচুপির অভিযোগ তোলার পর ভোট গণনার আগের দিন নতুন নির্দেশ জারি করল কমিশন৷ নয়া নির্দেশিকায় জানানো হল, ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই এবং স্ট্যাম্প না থাকলে তা বাতিল বলে ঘোষণা হবে৷ পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিরোধীদের মারাত্মক অভিযোগ ছিল যে, বহু জায়গায় ব্যালট পেপারে দেদার ছাপ্পা ভোট মেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এমনকি, ভোট শেষ হওয়ার পর স্ট্রং রুমেও ব্যালট বাক্স অদল বদল করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 7:21 AM IST