আরও পড়ুন: ১২০০ টাকার আলু বীজ রাতারাতি ৪০০০ টাকা! মাথায় হাত চাষিদের
উত্তরপাড়া পুরসভার অন্তর্গত হিন্দমোটর বিবি স্ট্রিট এলাকায় প্রায় ১০ বিঘা জমির উপর গড়ে উঠেছে পরিশোধিত জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাম্পিং স্টেশন। পাঁচ বছর সময় নিয়ে তৈরি হয়েছে এই পানিয় জলের স্টেশনটি। মূলত গঙ্গার জলকে পরিশোধিত করা হবে এই ট্রিটমেন্ট প্ল্যান্টে। তারপর সেখান থেকে স্টেশনের মাধ্যমে পৌঁছে যাবে লোকের বাড়ি বাড়ি। প্রায় ৩ লক্ষ পরিবার উপকৃত হবে এই পানীয় জল প্রকল্প থেকে।
advertisement
পানীয় জল হিসেবে মূলত এতদিন ভূগর্ভস্থ জলকে পরিশোধিত করে পাঠানো হত বিভিন্ন পাম্পিং স্টেশন মারফত। উত্তরপাড়ার এই পাম্পিং স্টেশন চালু হলে জেলার মধ্যে প্রথম গঙ্গার জলকে পরিশোধন করে পানের যোগ্য করে তোলার এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা যাবে, এমনটাই মনে করছেন আধিকারিকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পাম্পিং স্টেশন ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ কেমন চলছে তার সরজমিনে পরিদর্শন করতে এসেছিলেন কেএমডিএ-এর সিও বিনোদ কুমার। তিনি জানান, এই ওয়াটার প্ল্যান্টের সমস্ত কাজ প্রায় শেষ। এবার থেকে শুরু হবে তিন সপ্তাহার টেস্ট রান। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই চালু হবে এই পাম্পিং স্টেশনের পরিষেবা।
রাহী হালদার