Hooghly News: ১২০০ টাকার আলু বীজ রাতারাতি ৪০০০ টাকা! মাথায় হাত চাষিদের
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
শুক্রবার আলু বীজ হঠাৎ করেই চরম দামে বিক্রি করতে শুরু করেন কামারপাড়ার ব্যবসায়ীরা। যা দেখে রীতিমতো হতভম্ব পড়েন এলাকার কৃষকেরা। শেষে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা
হুগলি: ১২০০ টাকার আলু বীজের দাম বেড়ে রাতরাতি ৪০০০ টাকা হয়ে গেছে। এই ঘটনায় মাথায় হাত কৃষকের। এমন চঞ্চল্যকর দাম বৃদ্ধির ঘটনাটি কামারপুকুর এলাকায়। ব্যবসায়ীদের কারসাজিতেই এই দাম বেড়েছে বলে অভিযোগ কৃষকদের।
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনে হাজির থাকতে অসম থেকে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রা
শুক্রবার আলু বীজ হঠাৎ করেই চরম দামে বিক্রি করতে শুরু করেন কামারপাড়ার ব্যবসায়ীরা। যা দেখে রীতিমতো হতভম্ব পড়েন এলাকার কৃষকেরা। শেষে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। গত দু’দিনের নিম্নচাপে জেরে রাতারাতি আলু বীজের দাম বাড়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। যদিও তাঁদের দাবি এতটা দাম বৃদ্ধি অস্বাভাবিক
advertisement
উল্লেখ্য, কীটনাশক এবং মজুরি যে হারে বাড়ছে তাতে আলু চাষে লাভ হবে কিনা তা নিয়ে আশঙ্কায় চাষিরা। তাঁদের অভিযোগ, বেশিরভাগ জায়গাতেই চড়া দামে আলু বীজ বিক্রি হচ্ছে। গত বছরের শুরুতেই বস্তা পিছু (৫০ কেজি) আলু বীজের দাম ছিল ৭০০ টাকা থেকে ৯০০ টাকা। পরে বেড়ে হয়েছিল ১৬০০ টাকা। এবার প্রথমেই বস্তা পিছু (৫০ কিলো) আলুবীজের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৬০০ টাকায়। কিন্তু এই দুদিন নিম্নচাপের ফলে বস্তা পিছু ৪০০০ টাকা দাম চাইছে। এই দাম বৃদ্ধির ফলে এবার বিঘা প্রতি আলু চাষের খরচ পড়ছে ৩০,০০০ হাজার টাকা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৃষকরা জানিয়েছেন, চাষের জন্য বিঘা প্রতি তিন বস্তা আলু বীজ প্রয়োজন। তাহলে বীজ কিনতেই যা খরচ পড়ছে তাতে লাভ কতটা হবে তা নিয়ে প্রশ্ন। এই পরিস্থিতিতে আলু বীজের দাম নিয়ন্ত্রণের সরকারের হস্তক্ষেপ চাইছেন চাষিরা।
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 08, 2023 7:26 PM IST






