জানা গেছে, এদিন ভোর বেলায় এলাকার এক বাসিন্দা ঘুম থেকে উঠে দেখেন তাঁর বাড়ির জল তোলার পাম্প সেট উধাও। প্রতিবেশীদের মতে, আগের রাতে ওই জায়গায় কিছু শব্দ শোনা গেলেও কেউ তেমন গুরুত্ব দেননি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পাম্প সেট যেখানে ছিল, তার আশেপাশে রক্তের দাগ পড়ে রয়েছে।
আরও পড়ুন: সামনেই বিয়ে, হবু বৌয়ের জন্য বেনারসি কিনতে গিয়েছিলেন! তবে আর ফেরা হল কাটোয়ার যুবকের
advertisement
কিছুক্ষণের মধ্যেই এলাকার একটি দোকান থেকে খবর আসে—এক যুবক পুরনো পাম্প বিক্রি করতে এসেছে। খবর পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশীরা দোকানে গিয়ে যুবকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দেখা যায়, তার হাত ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। এরপর রক্তের দাগের সঙ্গে মিলিয়ে সন্দেহ আরও প্রবল হয়। জেরার মুখে যুবক চুরির কথা স্বীকার করে এবং জানায়, তার সঙ্গে আরেক যুবক, বলরাম, ঘটনায় জড়িত ছিল। উত্তেজিত জনতা দু’জনকেই ধরে স্থানীয় একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তকে কোনভাবেই মারধর করেনি এলাকাবাসী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে ঘিরে। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর আশা, সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনারও তদন্তে আলোকপাত করবে পুলিশ। তবে চুরির কাজের সঙ্গে যুক্ত করা প্রায়শই ঘটছে আর এর পেছনে কারা রয়েছে তা ধরতেই তৎপর শান্তিপুর থানার পুলিশ।






