সামনেই বিয়ে, হবু বৌয়ের জন্য বেনারসি কিনতে গিয়েছিলেন! তবে আর ফেরা হল কাটোয়ার যুবকের

Last Updated:

পাকা দেখাও হয়ে গিয়েছিল, সামনেই ছিল বিয়ে হওয়ার কথা তবে তার আগেই ঘটে গেল মর্মন্তিক দূর্ঘটনা। এদিন শুক্রবার সাতসকালে কাটোয়ার সাহেব কার্তিক ক্লাবের পাশে ধোবা পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ।

যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য কাটোয়ায়
যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য কাটোয়ায়
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পাকা দেখাও হয়ে গিয়েছিল, সামনেই ছিল বিয়ে হওয়ার কথা তবে তার আগেই ঘটে গেল মর্মন্তিক দূর্ঘটনা। এদিন শুক্রবার সাতসকালে কাটোয়ার সাহেব কার্তিক ক্লাবের পাশে ধোবা পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। জানা যায়, পাড়ার একটি বাচ্চা ছেলে প্রথমে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে সবাইকে খবর দেয়। তারপর ধীরে ধীরে পুকুর পারে বাড়তে থাকে মানুষের ভিড়। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কাটোয়া মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম কার্তিক মাঝি। বয়স আনুমানিক ৩২ বছর। তার বাড়ি কাটোয়ার সাত নম্বর ওয়ার্ডের ভূতনাথতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কার্তিক ওষুধের লাইনে কাজ করত। মৃত কার্তিকের এক ভাই সাহেব মাঝি বলেন, “বুধবার রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। থানায় মিসিং ডাইরিও করেছিলাম। তবে এটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না। কারণ পায়ের দু’টো জুতোর ফিতে একটার সঙ্গে আর একটা বাঁধা ছিল। মনে হচ্ছে কেউ মেরে ফেলে দিয়েছে। আমরা থানায় অভিযোগ করব।”
advertisement
advertisement
মৃত কার্তিক মাঝির কাকা সুনিল মাঝি বলেন, “এটা স্বাভাবিক ঘটনা নয়, ওঁর বন্ধুবান্ধব যাদের সঙ্গে ওঠাবসা করে তারাই এটা করেছে। আমরা অভিযোগ করব, এটা মার্ডার কেস মনে হচ্ছে আমার। আমার চাইছি এটার সঠিক তদন্ত করে যেন দোষীর সাজা হয়। ১৮ অগ্রহায়ণ বিয়ের ঠিক হয়েছিল, বাড়ি থেকে বেনারসি কিনব বলে বেরিয়েছিল। এরকম ঘটনা ঘটে গেল আমাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামনেই কার্তিক পুজো তবে তার আগেই মৃত্যু হল কাটোয়ার কার্তিকের। কার্তিক মাঝির ক্লাবের ছেলেদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। তবে বিয়ের বেনারসি কিনব বলে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফিরল না কার্তিক। পুকুর থেকে উদ্ধার হল তার মৃতদেহ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সামনেই বিয়ে, হবু বৌয়ের জন্য বেনারসি কিনতে গিয়েছিলেন! তবে আর ফেরা হল কাটোয়ার যুবকের
Next Article
advertisement
FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ: সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?
  • চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ

  • সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?

  • দেখে নিন একনজরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস

VIEW MORE
advertisement
advertisement