ডায়মন্ডহারবার মাধবপুর আবর্তন ক্লাবের মাঠে আয়োজিত এই মেলা ২৯ বছরের পুরনো। এই মেলায় প্রতিবছর একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও তার কোনও ব্যাতিক্রম হয়নি।
আরও পড়ুন: সাধারণ ব্যস্ত রাস্তা, হঠাত্ বিকট শব্দ, ওপর থেকে হুড়মুড়িয়ে…রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাণ্ড
মেলাটি আগে গ্রামীন মেলা হিসাবে পরিচিত ছিল, তবে বছর তিনেক হল এখানে এই গ্রামীন মেলায় রাস উৎসব করা হচ্ছে। তবে এবছর এই মেলার বিশেষ আকর্ষণ থাকছে মেলায় থাকা একাধিক স্টল। এই স্টলে সমাজ সচেতনতার বার্তা দিতে একাধিক চিত্র তুলে ধরা হয়েছে। রয়েছে চলমান পুতুল। যেগুলি বিভিন্ন সামাজিক বার্তা বহন করছে।
advertisement
কৃষ্ণনগরের রাসমঞ্চ, ফুড পার্ক-সহ একাধিক চিত্রাকর্ষক জিনিস রয়েছে সেখানে। এবছর মেলায় থাকা নতুন নতুন জিনিসের স্টলগুলি মেলায় অভিনবত্ব এনেছে। যা দেখতে দূর দূরান্ত থেকে সেখানে মানুষজন ভিড় করেছেন। মেলা শেষের দিন যত এগিয়ে আসছে ততই মানুজন আসছেন এখানে। এখন প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। তাহলে আর অপেক্ষা কিসের আপনিও ঘুরে আসুন এই রাস উৎসব থেকে।
নবাব মল্লিক