আর পাঁচটা কলেজের মতোই গতকাল শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজে। আজ ওই কলেজের শিক্ষক দিবস অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে গানের তালে তালে উদ্দাম নাচে মত্ত কলেজের ছাত্র ছাত্রীরা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে।
আরও পড়ুন: কপালে টিপ! লেহেঙ্গা চোলি! সানি লিওন ও রিমো ডিসুজার ভিডিও তুমুল ভাইরাল! শোরগোল নেট পাড়ায়!
advertisement
বিজেপির দাবি এটাই তৃণমূলের সংস্কৃতি। শিক্ষক দিবসের প্রকৃত অর্থ তৃণমূল না জানাতেই এমন ঘটনা ঘটেছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি অনুষ্ঠানটি ছাত্র সংগঠনের ছিল না। সংগঠনের কেউ এই ঘটনায় যুক্তও নয়। কলেজ কর্তৃপক্ষ অবশ্য এই উদ্দাম নৃত্যে তেমন দোষের কিছু দেখছে না। কলেজের অধ্যক্ষার সাফাই কলেজেরই সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রদের একটি ব্যান্ড শিক্ষক দিবসের অনুষ্ঠানে গান করেছিল। অনুষ্ঠানের শেষে কলেজের ছাত্র ছাত্রীরা একটু নাচানাচি করেছে। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে জোড় সমালোচনা চলছে। গতকাল শিক্ষক দিবসে বহু স্কুলেই এই দিন পালন করা হয়। সেই সবের মধ্যেই এই ঘটনায় শোরগোল পড়েছে। তবে এতে খারাপ কিছু মনে করছেন না অনেকেই। মতের তফাত থাকলেও এই ভিডিও এখন তুমুল ভাইরাল।
প্রিয়ব্রত গোস্বামী
