জানা যাচ্ছে, গতকাল রাতে ওহিদ নিজের বাড়িতে স্ত্রীর সঙ্গে পারিবারিক গন্ডগোলে জড়িয়ে পড়ে। সেই সময় ওহিদ আগ্নেয়াস্ত্র বের করে তাঁর স্ত্রীকে ভয় দেখান। বিষয়টি প্রতিবেশীরা দেখে ফেলেন। তাঁরাই হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এবার ওহিদ ও তাঁর বাবার কঠোরতম শাস্তির দাবিতে তাঁদের বাড়ির সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।
advertisement
আরও পড়ুনঃ সম্পর্ককে মান্যতা দেয়নি প্রেমিক, ভালবাসার মানুষের বাড়ির উঠোনে বসে বিষপান! মর্মান্তিক পরিণতি যুবতীর
গ্রামবাসীদের দাবি, পুলিশের হাতে গ্রেফতার ওহিদ, তাঁর বাবা-মা এবং তাঁদের পরিবারের সবাই বাংলাদেশি নাগরিক। তাঁরা এখানে এসে অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ।
এখানেই শেষ নয়! আরও অভিযোগ, ওহিদ ও তাঁর পরিবারের বিভিন্ন দেশে অবৈধ ব্যবসা আছে। কুয়েত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চোরাচালান ব্যবসার সঙ্গে তাঁরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। তাই গ্রামবাসীরা তাঁদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
