সূত্রের খবর, গতকাল শনিবারই তাঁর পদত্যাগপত্র পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে পাঠিয়ে দিয়েছেন সুজয় চক্রবর্তী। ঘটনাচক্রে, দিনদুয়েক আগেই পদত্যাগ করেছিলেন হাওড়া পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। তার অব্যবহিত পরেই পদত্যাগ করলেন সুজয়ও।
advertisement
প্রসঙ্গত, ১৮ অগাস্ট ২০২১ সালে যোগ দিয়েছিলেন। এর আগেও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের কাজে যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, সম্প্রতি দলে অন্তর্দ্বন্ধের সমস্যা হচ্ছিল বার বার। তবে কি তারই জেরে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান? বাড়ছে জল্পনা।
উল্লেখ্য, ইতিমধ্যেই পুর প্রশাসনে ‘পারফরম্যান্স’-এর ভিত্তিতে রদবদলের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শহরাঞ্চলে দলের ‘গ্রহণযোগ্যতা’ ফেরাতে প্রশাসনিক দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।
তাই দলীয় সূত্রে খবর ছিল,পুর প্রশাসকমণ্ডলী থেকে বেশ কয়েকজনকে সরানো হতে পারে। সেই আঁচ পেয়েই কি আগেভাগে পদত্যাগ করলেন সুজয়? তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। যদিও চেয়ারম্যান সুজয় চক্রবর্তী নিজে জানিয়েছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছেন তিনি। বিদায়ী মুখ্য পুরপ্রশাসকের কথায়, ‘‘ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।’’
