TRENDING:

আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী

Last Updated:

Howrah News: হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে।
সুজয় চক্রবর্তী
সুজয় চক্রবর্তী
advertisement

সূত্রের খবর, গতকাল শনিবারই তাঁর পদত্যাগপত্র পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে পাঠিয়ে দিয়েছেন সুজয় চক্রবর্তী। ঘটনাচক্রে, দিনদুয়েক আগেই পদত্যাগ করেছিলেন হাওড়া পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। তার অব্যবহিত পরেই পদত্যাগ করলেন সুজয়ও।

আরও পড়ুন: ‘আপনি ঘুষ নিচ্ছিলেন তো…!’ বলেই TTE-র ভিডিও করতে শুরু করলেন যাত্রী, পরমুহূর্তেই যা ধরা পড়ল, পায়ের তলা থেকে মাটি সরল প্যাসেঞ্জারের!

advertisement

প্রসঙ্গত, ১৮ অগাস্ট ২০২১ সালে যোগ দিয়েছিলেন। এর আগেও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের কাজে যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, সম্প্রতি দলে অন্তর্দ্বন্ধের সমস্যা হচ্ছিল বার বার। তবে কি তারই জেরে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান? বাড়ছে জল্পনা।

আরও পড়ুন: প্রতি মাসে ১.৫ লাখের টার্নওভার…! কৃষিকাজ থেকে ব্যবসা শুরু করেই চমকে দিলেন গরীব চাষি! কী এমন করলেন জানেন?

advertisement

উল্লেখ্য, ইতিমধ্যেই পুর প্রশাসনে ‘পারফরম্যান্স’-এর ভিত্তিতে রদবদলের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শহরাঞ্চলে দলের ‘গ্রহণযোগ্যতা’ ফেরাতে প্রশাসনিক দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।

আরও পড়ুন: ঝড়ের মতো ছুটবে…! সঙ্গে AC ঘরের আরাম…! এই ‘রুটে’ আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, জানুন রেলের বিরাট খবর!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

তাই দলীয় সূত্রে খবর ছিল,পুর প্রশাসকমণ্ডলী থেকে বেশ কয়েকজনকে সরানো হতে পারে। সেই আঁচ পেয়েই কি আগেভাগে পদত্যাগ করলেন সুজয়? তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। যদিও চেয়ারম্যান সুজয় চক্রবর্তী নিজে জানিয়েছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছেন তিনি। বিদায়ী মুখ্য পুরপ্রশাসকের কথায়, ‘‘ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল