Chingri: নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন

Last Updated:

Chingri: "মৎস মারিব খাইব সুখে" এ যে সেরকমই এক দিন পেল দাসপুর এলাকার মানুষ।নদীতে ছুটে আসছেন মানুষ।ঝাঁকে ঝাঁকে উঠেছে চিংড়ি। 

+
ঝাঁকে

ঝাঁকে ঝাঁকে চিংড়ি উঠতেই নদীমুখে মানুষের ভিড়

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: “মৎস মারিব খাইব সুখে” এ যে সেরকমই এক দিন পেল দাসপুর এলাকার মানুষ। নদীতে ছুটে আসছেন মানুষ। ঝাঁকে ঝাঁকে উঠেছে চিংড়ি। কাঁসাই নদীতে আজ চিংড়ির উৎসব। বেলা যত বাড়ল ততই বাড়ল মানুষের ভিড়।
কাঁসাই নদীতে চিংড়ির উৎসব! বেলা বাড়তেই দাসপুরের সামাট ও জনার্দনপুরের মানুষ নদীতে নেমে পড়লেন মাছ ধরতে, দাসপুরের সামাট এলাকা। বেলা একটু বাড়তেই যেন মেলার চেহারা নিল কাঁসাই নদীর ধারে। কেউ হাতে ছোট জাল, কেউ আবার পিঠে ব্যাগ। নদীর জলে একে একে নেমে পড়ছেন গ্রামবাসীরা। নদীর ওপার জনার্দনপুর থেকেও মানুষ ছুটে আসছেন। শতাধিক মানুষকে দেখা গেল জলে দাঁড়িয়ে জাল ফেলতে। চোখে-মুখে প্রত্যাশার ঝিলিক— “আজ চিংড়ি উঠছে!”
advertisement
advertisement
ঘণ্টা খানেক কাটতে না কাটতেই দেখা গেল অনেকের ব্যাগভর্তি চিংড়ি মাছ। ছোট, মাঝারি, বড়— সব রকম সাইজের চিংড়িই ধরা পড়ছে। কেউ হাসছেন, কেউ চুপচাপ জাল গুটিয়ে নতুন জায়গায় চেষ্টা করছেন। এক প্রবীণ মাছধরিয়া বললেন, “এমন ভাবে চিংড়ি ভেসে ওঠে মাঝে মাঝে। আজ ভাগ্য খুলে গেছে।”
advertisement
দাসপুরের কাঁসাই নদীর আশপাশের গ্রামগুলিতে বহু পরিবারই বছরের পর বছর ধরে নদীর জলের উপরই নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। খরার সময় বা জল কমে গেলে তাঁদের অসুবিধা হয়, কিন্তু এমন দিনে নদীর জলে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
তবে প্রশ্ন একটাই— হঠাৎ এই চিংড়ি এত ভেসে উঠছে কেন?
স্থানীয়দের মতে, বর্ষার পর নদীর তলায় পলি জমে জলস্তরের পরিবর্তন হয়। বিশেষজ্ঞরা বলছেন, নদীর জলের অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে গেলেও এমনটা ঘটে। দাসপুর ব্লকের এই কাঁসাই নদী দীর্ঘদিন ধরেই স্থানীয়দের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। নদী যখন খরস্রোতা, তখন ভয়; আবার যখন চিংড়িতে ভরে ওঠে, তখন আশীর্বাদ। আজ সেই আশীর্বাদের দিন।
advertisement
নদী কখনো খরস্রোতা কখনো শান্ত।এমনিতেই নদীর ধারে বসবাসকারী মানুষজনদের চিন্তায় থাকতে হয়।তবে মৎস্যজীবীদের জন‍্য এই নদীই আবার রুজি রুটির জায়গা।নদীর দুই তীরে চলছে চিংড়ি ধরার উৎসব, আর তার মাঝেই ভেসে উঠছে গ্রামীণ জীবনের এক জীবন্ত দৃশ্য— নদীই জীবন, নদীই রোজগার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chingri: নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement