সম্প্রতি রামলালের এই ফুটবল খেলার ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। রামলালের কাণ্ড তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন জঙ্গলমহলের বাসিন্দারা। কারণ সে অতি ভদ্র ও শান্ত স্বভাবের। ঝাড়গ্রামের জিতুশোল ও গড় শালবনি এলাকায় মাঝে মাঝেই রাজ্য সড়কের উপরে উঠে চলন্ত গাড়ি থামিয়ে খাবারের সন্ধান চালায় রামলাল।
advertisement
এদিনও সকাল বেলায় প্রায় ঘণ্টা খানেক রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে সে। এলাকার আম ও কাজুর গন্ধ তাকে আকৃষ্ট করেছিল। তাই এলাকায় আস্তানা গেড়েছিল রামলাল। মাঝে মাঝেই কাঁঠালের লোভে গৃহস্থের বাড়িতে দিত হানা। নিয়ে পালাত গাছের ফল। এছাড়া, জিতুশোলে থাকা রাইস মিলে হানা দিয়ে মাঝে মধ্যে চাল, ধান খেয়ে ফেলত রামলাল।
আবার চালের গন্ধে গভীর রাতে বিদ্যালয়ের গেটেও দিত ধাক্কা। আবার কখনও খাবারের সন্ধানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তৈরি করত যানজট। তবে রামলাল ঝাড়গ্রামে বেশ জনপ্রিয়। আর পাঁচটা বুনো হাতির থেকে রামলালের স্বভাব আলাদা হওয়ায় সবাই তাকে এক নামেই চেনেন। তাই তাকে কেউ বিরক্ত করে না। মাঠে ফুটবল খেলছিল ছেলেরা রামলাল মাঠে ঢুকতেই সবাই সরে দাঁড়ায়। মাঠে পড়েছিল ফুটবলটি।
রামলাল মাঠে এসেই শুঁড়ে বলটি তুলে নেয়। পা দিয়ে তা মারার চেষ্টা করে। কখনও সামনের পা দিয়ে আবার কখনও পিছনের পা দিয়ে তা নিয়ে খেলা করে ফের দুলকি চালে রওনা দেয় গ্রামের দিকে। তারপর লোধাশুলি ঝাড়গ্রাম রাজ্য সড়কে কিছুক্ষণ দাঁড়িয়ে খাবারের সন্ধান করার পর ফিরে যায় জঙ্গলে। বিকেলে এই দৃশ্য দেখে অবাক গ্রামবাসীরা।
তন্ময় নন্দী