West Medinipur news: হু হু করে চারদিকে বেড়ে যায় জল! উদ্ধারে শেষমেশ আসে হেলিকপ্টার, জলমগ্ন ঘাটাল উস্কে দিচ্ছে আতঙ্কের স্মৃতি

Last Updated:

ফিরে দেখা ২৭ জুলাই।২০১৭ সালের এই দিনটাতে বন্যা দুর্গতদের উদ্ধারে নামাতে হয়েছিল সেনা হেলিকপ্টার। আজও আতঙ্কে বানভাসি ঘাটালের মানুষজন।

+
হু

হু হু করে বেড়ে যায় জল! হেলিকপ্টারে উদ্ধার, জলমগ্ন ঘাটাল উস্কে দিচ্ছে আতঙ্কের স্মৃতি

পশ্চিম মেদিনীপুর: সালটা ছিল ২০১৭ তারিখ ২৬ জুলাই, ভয়াবহ বন্যায় আতঙ্কে রাত কেটেছিল ঘাটালের বাসিন্দাদের। ২৭ জুলাই বন্যা দুর্গতদের উদ্ধারে নামাতে হয়েছিল সেনা হেলিকপ্টার। আজও আতঙ্কে বানভাসি ঘাটালের মানুষজন, ফি বছর বন্যায় বানভাসি হয় ঘাটাল। টানা কয়েকদিন জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল পৌর এলাকা, পাশাপাশি ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট গুলি। রাস্তাঘাট কৃষিজমি সম্পূর্ণভাবে জলের তলায় থাকার কারণে যাতায়াতের সমস্যায় পড়তে হয় এলাকার বহু মানুষজনকে, জলবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষজন ।
যাতায়াতের একমাত্র তখন ভরসা হয়ে ওঠে ডিঙি ও নৌকা। প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় বন্যা দুর্গতদের। রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাবার ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা। সালটা ছিল ২০১৭, তারিখটা ২৬ জুলাই, সন্ধ্যা আনুমানিক ৬ টার কাছাকাছি হবে ভেঙে যায় প্রতাপপুরের শিলাবতী নদীর বাঁধ, ১৫ মিটারের মত ভেঙে যায় বাঁধটি, পরে অবশ্য বড় আকার ধারণ করে এটি।
advertisement
advertisement
হু হু করে জল প্রবেশ করতে থাকে একাধিক গ্রামে, এর ফলে প্রায় কয়েক লক্ষ মানুষ নতুন করে বন্যার মুখে পড়েন। বাড়িতেই আটকে পড়েন অনেকে। ১৯৭৮ সালের পর ২০০৭ তারপর ২০১৭ ভয়াবহ বন্যার সম্মুখীন হন ঘাটালের মানুষজন। ২০১৭ সালে বন্যায় সকাল থেকে শুরু হয় উদ্ধারের কাজ, উদ্ধারে নামাতে হয় সেনা হেলিকপ্টারকে। বাড়ির ছাদ থেকে আবার কোথাও জলবন্দী মানুষজনকে উদ্ধারে নামে সেনা, একের পর এক মানুষজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয় প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
সেদিন হেলিকপ্টারে করে বাড়ির ছাদে থাকে ৩৩ জনকে উদ্ধার করতে হয়েছিল। তৎকালীন সময় সেচ মন্ত্রী ছিলেন রাজীব বন্দ‍্যোপাধ্যায়। এখনও বন্যা হলেই আতঙ্কে দিন কাটে ঘাটালের মানুষের, জল যন্ত্রণায় কার্যত নাভিশ্বাস হয়ে ওঠে মানুষজনের।
advertisement
প্রসঙ্গত বন্যা এলেই ঘাটালবাসীর মনে প্রশ্ন জাগে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। কবে রূপায়িত হবে এই ঘাটাল মাস্টার প্ল্যান? দিনের পর দিন কেটে গেলেও জনপ্রতিনিধিদের আশ্বাস থেকে যায়। কেন্দ্র-রাজ্য টালবাহানায় মাস্টার প্ল্যান অথৈ জলে চলে যায়। পরে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্য সরকারের পক্ষ থেকেই করা হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। চলতি মাসেই  তিন বার জলমগ্ন হল ঘাটাল, আবার নিম্নচাপের জের ভারী বৃষ্টি, আতঙ্কে মানুষজন।
advertisement
মিজানুর রহমান
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur news: হু হু করে চারদিকে বেড়ে যায় জল! উদ্ধারে শেষমেশ আসে হেলিকপ্টার, জলমগ্ন ঘাটাল উস্কে দিচ্ছে আতঙ্কের স্মৃতি
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement