প্রত্যেকের বাড়ি গোপালনগর থানায় এলাকায়। বিপুল জানান, বাড়িতে শিব মন্দির রয়েছে। তিনি নিজেও শিব ভক্ত। গত তিন বছর ধরে এভাবেই শিব সেজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান অর্থ সংগ্রহে। সেই অর্থ দিয়েই করেন পুজো। সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে অর্থ সংগ্রহের মাঝে দুপুরে দু মুঠো খাবার খেলেও, আবার কোন কোনদিন রাত হয়ে যায় বাড়ি ফিরতে।
advertisement
আরও পড়ুন: দোলের সময় যান পলাশ ফুলের স্বর্গ পুরুলিয়ায়! ঘুরে দেখুন এই ১২টি জায়গা! রইল বিস্তারিত
তবে আক্ষেপ, মেকআপ ত্রিশূল ভাড়া দিয়ে শেষে হাতে থাকে না খুব বেশি অর্থ। আগে মানুষজন উৎসাহ নিয়ে সাহায্য করলেও, এখন আর তেমনভাবে সাহায্য করেনা। তবুও সারাদিন চড়া মেকআপ নিয়েই কষ্ট সহ্য করে শিব ভক্ত বিপুল তার লক্ষ্যে অবিচল। এই কষ্টের মধ্যে দিয়েই যেন দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তার সংগ্রহের অর্থ দিয়েই দেবাদিদেবকে খুশি করতে এখন দিনরাত এক করে পার্বতীকে সঙ্গে নিয়ে ঘুরছেন শিব ভক্ত বিপুল।
Rudra Narayan Roy