Top Tourist Spots In Purulia: দোলের সময় যান পলাশ ফুলের স্বর্গ পুরুলিয়ায়! ঘুরে দেখুন এই ১২টি জায়গা! রইল বিস্তারিত

Last Updated:
Top Tourist Spots In Purulia: দোলের সময় পুরুলিয়ার রূপ যেন স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে! এই সময় এই ১২টি জায়গা আপনার মন জয় করে নেবেই! জানুন কীভাবে যাবেন, কোথায় থাকবেন
1/14
বাতাসে বসন্তের গন্ধ। বসন্তে অনন্য সাজে সেজে ওঠে রূপসী পুরুলিয়া। ‌আর দোলে বাড়তি পাওনা পুরুলিয়ার পলাশ। তাই দোলেতে ঘুরে দেখুন পুরুলিয়ার এই বারটি জায়গা।
বাতাসে বসন্তের গন্ধ। বসন্তে অনন্য সাজে সেজে ওঠে রূপসী পুরুলিয়া। ‌আর দোলে বাড়তি পাওনা পুরুলিয়ার পলাশ। তাই দোলেতে ঘুরে দেখুন পুরুলিয়ার এই বারটি জায়গা।
advertisement
2/14
পুরুলিয়া প্ল্যান থাকলে সবার প্রথমে চলে যান অযোধ্যা পাহাড়। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া যায় এখানে। ছোট গাড়িতে পুরুলিয়া স্টেশন থেকে মাত্র দু'ঘণ্টার পথ পেরোলেই পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা পাহাড়ে।
পুরুলিয়া প্ল্যান থাকলে সবার প্রথমে চলে যান অযোধ্যা পাহাড়। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া যায় এখানে। ছোট গাড়িতে পুরুলিয়া স্টেশন থেকে মাত্র দু'ঘণ্টার পথ পেরোলেই পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা পাহাড়ে।
advertisement
3/14
এরপরে চলে যান মার্বেল লেক। প্রকৃতির অপরূপ রূপের ঝলক মিলবে এখানে। বিভিন্ন সময়তে সিনেমার শুটিং হতে দেখা যায় এই জায়গায়।
এরপরে চলে যান মার্বেল লেক। প্রকৃতির অপরূপ রূপের ঝলক মিলবে এখানে। বিভিন্ন সময়তে সিনেমার শুটিং হতে দেখা যায় এই জায়গায়।
advertisement
4/14
এরপরই চলে যান বামনি ফলস। পাহাড় ঝর্ণার অপরূপ মেলবন্ধন দেখতে পারবেন এখানে। ফটোসেশনের জন্য একেবারে আদর্শ জায়গা।
এরপরই চলে যান বামনি ফলস। পাহাড় ঝর্ণার অপরূপ মেলবন্ধন দেখতে পারবেন এখানে। ফটোসেশনের জন্য একেবারে আদর্শ জায়গা।
advertisement
5/14
তারপর যান মুরগুমা জলাধারে। শান্ত নিরিবিলি পরিবেশ। হাতেগোনা কয়েকটি রিসোর্ট ও হোমস্টে গড়ে উঠেছে। মনমুগ্ধকর পরিবেশ এই জলাধারে।
তারপর যান মুরগুমা জলাধারে। শান্ত নিরিবিলি পরিবেশ। হাতেগোনা কয়েকটি রিসোর্ট ও হোমস্টে গড়ে উঠেছে। মনমুগ্ধকর পরিবেশ এই জলাধারে।
advertisement
6/14
সেখান থেকে চলে যেতে পারেন পাখি পাহাড়। শুনে মনে হতে পারে পাখিদের দেখা মিলবে এই পাহাড়ে। আদতে তা নয়। পাথরের গায়ে সুন্দর হস্তশিল্পের নিদর্শন দেখতে পারবেন এখানে।
সেখান থেকে চলে যেতে পারেন পাখি পাহাড়। শুনে মনে হতে পারে পাখিদের দেখা মিলবে এই পাহাড়ে। আদতে তা নয়। পাথরের গায়ে সুন্দর হস্তশিল্পের নিদর্শন দেখতে পারবেন এখানে।
advertisement
7/14
প্ল্যানের রাখতে পারেন অফবিট গজাবরু পাহাড়ও। মূলত যারা এডভেঞ্চার প্রেমি তাদের জন্য আদর্শ এই জায়গা। এছাড়া প্রকৃতিপ্রেমীদের কাছেও খুবই পছন্দের এই অফবিট ডেস্টিনেশন।
প্ল্যানের রাখতে পারেন অফবিট গজাবরু পাহাড়ও। মূলত যারা এডভেঞ্চার প্রেমি তাদের জন্য আদর্শ এই জায়গা। এছাড়া প্রকৃতিপ্রেমীদের কাছেও খুবই পছন্দের এই অফবিট ডেস্টিনেশন।
advertisement
8/14
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আরও একটি ঠিকানা ঝালদার নরহারা ড্যাম। ঝালদা স্টেশন থেকে মাত্র দু-কিলোমিটার দূরেই অবস্থিত এই জায়গায়। পিকনিক বা অফবিট বেড়ানোর জন্য খুবই বিখ্যাত।
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আরও একটি ঠিকানা ঝালদার নরহারা ড্যাম। ঝালদা স্টেশন থেকে মাত্র দু-কিলোমিটার দূরেই অবস্থিত এই জায়গায়। পিকনিক বা অফবিট বেড়ানোর জন্য খুবই বিখ্যাত।
advertisement
9/14
এরপরে চলে যান পুরুলিয়ার নৈনিতালে। হ্যাঁ ঠিকই শুনছেন নৈনিতালের থেকে কোন অংশেই কম নয় পুরুলিয়ার পাডডি ড্যাম। ‌ বাঘমুন্ডি থানার অন্তর্গত গোর্গাবুরু পাহাড়ের কোলে রয়েছে পারডি ড্যাম। এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে জাগতিক সবকিছু ভুলে যাবেন আপনিও।
এরপরে চলে যান পুরুলিয়ার নৈনিতালে। হ্যাঁ ঠিকই শুনছেন নৈনিতালের থেকে কোন অংশেই কম নয় পুরুলিয়ার পাডডি ড্যাম। ‌ বাঘমুন্ডি থানার অন্তর্গত গোর্গাবুরু পাহাড়ের কোলে রয়েছে পারডি ড্যাম। এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে জাগতিক সবকিছু ভুলে যাবেন আপনিও।
advertisement
10/14
এছাড়াও ঘুরে দেখতে পারেন হাতিপাথর। মানবাজার ব্লকে অবস্থিত এই জায়গা। নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই জায়গাটি বেছে নেন। সেভাবে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র। রয়েছে একটিমাত্র থাকার ব্যবস্থা।
এছাড়াও ঘুরে দেখতে পারেন হাতিপাথর। মানবাজার ব্লকে অবস্থিত এই জায়গা। নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই জায়গাটি বেছে নেন। সেভাবে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র। রয়েছে একটিমাত্র থাকার ব্যবস্থা।
advertisement
11/14
এরপর প্ল্যান করতে পারেন বড়ন্তি লেক। সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে। আর সেই টানেই পর্যটকদের ঢল নামে এই জায়গায়। লেকের ধারেই গড়ে উঠেছে বিভিন্ন হোটেল ও হোম-স্টে।
এরপর প্ল্যান করতে পারেন বড়ন্তি লেক। সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে। আর সেই টানেই পর্যটকদের ঢল নামে এই জায়গায়। লেকের ধারেই গড়ে উঠেছে বিভিন্ন হোটেল ও হোম-স্টে।
advertisement
12/14
চলে যান গড় পঞ্চকোটে। এই পাহাড়ে ঘুরে দেখলে নানান ইতিহাসের নিদর্শন দেখতে পাবেন। তার সঙ্গে পাহাড়ি পথের ট্রেকিং করার মজা উপভোগ করতে পারবেন।
চলে যান গড় পঞ্চকোটে। এই পাহাড়ে ঘুরে দেখলে নানান ইতিহাসের নিদর্শন দেখতে পাবেন। তার সঙ্গে পাহাড়ি পথের ট্রেকিং করার মজা উপভোগ করতে পারবেন।
advertisement
13/14
অতি অবশ্যই ঘুরে দেখবেন জয়চন্ডী পাহাড়। ‌ সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং হয়েছিল এই জায়গায়। এখানে রয়েছে জয়চন্ডী মাতার মন্দিরও।
অতি অবশ্যই ঘুরে দেখবেন জয়চন্ডী পাহাড়। ‌ সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং হয়েছিল এই জায়গায়। এখানে রয়েছে জয়চন্ডী মাতার মন্দিরও।
advertisement
14/14
বসন্তে পুরুলিয়া বেড়াতে আসলে এই জায়গা গুলিতে বেড়ানোর পাশাপাশি দেখা মিলবে পলাশের। অগ্নিরূপে সেজে উঠবে সুন্দরি পুরুলিয়া। মন গেয়ে উঠবে
বসন্তে পুরুলিয়া বেড়াতে আসলে এই জায়গা গুলিতে বেড়ানোর পাশাপাশি দেখা মিলবে পলাশের। অগ্নিরূপে সেজে উঠবে সুন্দরি পুরুলিয়া। মন গেয়ে উঠবে "পিন্দারে পলাশের বনপালাবো পালাবো মন"।
advertisement
advertisement
advertisement