TRENDING:

Viral Umbrella Girl: ইংরেজিতে বাড়ল নম্বর! 'পাশ' মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিক উতরে গেলেন 'আমব্রেলা' গার্ল! অনার্স নিয়ে ভর্তি হলেন কলেজে

Last Updated:

Viral Umbrella Girl: উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর দেখা যায় নদিয়ার কিশোরী সুদীপ্তা বিশ্বাস রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছেন। অথচ ইংরাজিতে পাশই করতে পারেননি। এরপর পরীক্ষায় পাশের দাবিতে রাস্তায় বসে আন্দোলনে শামিল হয়েছিলেন ওই ছাত্রী। সেই সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ‘Umbrella’-র পরিবর্তে ভুল করে ‘Amrela’ বানান বলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রানাঘাট: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই রাতারাতি ইংরাজি বানান ভুল বলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন নদিয়ার অষ্টাদশী। সোশ্যাল মিডিয়ায় তাঁর আমব্রেলার ভুল বানান বলার ভিডিও ভাইরাল হওয়ার পর বহু লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছিল নদিয়ার বীরনগর শিবকালী গার্লস হাই স্কুলের ছাত্রী সুদীপ্তা বিশ্বাসকে। সেসবকে কার্যত চ্যালেঞ্জ করেই উচ্চমাধ্যমিকের নম্বর পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন নদিয়ার ছাত্রী সুদীপ্তা বিশ্বাস। রিভিউয়ের ফলাফল বেরতেই দেখা গেল, তাঁর নম্বর বেড়েছে। আর নতুন মার্কশিট নিয়ে সুদীপ্তা দিব্যি হলেন কলেজে, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে।
আমব্রেলা গার্লের বিরাট জয়!
আমব্রেলা গার্লের বিরাট জয়!
advertisement

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর দেখা যায় নদিয়ার কিশোরী সুদীপ্তা বিশ্বাস রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছেন। অথচ ইংরাজিতে পাশই করতে পারেননি। এরপর পরীক্ষায় পাশের দাবিতে রাস্তায় বসে আন্দোলনে শামিল হয়েছিলেন ওই ছাত্রী। সেই সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ‘Umbrella’-র পরিবর্তে ভুল করে ‘Amrela’ বানান বলেন তিনি। চোখের নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিলেন ওই ছাত্রী। তাঁর বানান জ্ঞান নিয়ে শুরু হয় তুমুল কটাক্ষ। সেই সূত্র ধরেই শুরু হয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তুমুল কটাক্ষ। সোশ্যাল মিডিয়া তোলপাড় পরে যায় নিমেষে।

advertisement

আরও পড়ুন : 'মনে রাখবেন, হাতে সময় ৭ দিন...', এবার 'বিস্ফোরক' বিকাশ! নিশানায় খোদ তৃণমূল সুপ্রিমো!

সেইসময় সুদীপ্তার বাবা দাবি করেছিলেন, মেয়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছে। কোথাও কোথাও এই গুজবও রটেছিল, সুদীপ্তা লাঞ্ছনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। কিন্তু সেসব গুজব উড়িয়ে প্রায় স্বমহিমায় নেটদুনিয়ায় ফিরে এসেছিলেন সুদীপ্তা। জানিয়েছিলেন, রিলস বানাতে ভালবাসেন, কোনওভাবেই নিজেকে বদলাবেন না। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা ছিল, “তোমরা আমাকে নিয়ে ট্রোল ভিডিও করেছ, রোস্ট করেছ, মিম তৈরি করেছ, আমি সবটাই মেনে নিয়েছি। তারপর ফেক খবর ছড়িয়েছ, আমি নাকি মারা গিয়েছি। ইনস্টাগ্রামেও মায়ের সঙ্গে আমার একটা রিল ভিডিও ছিল। সেখান থেকে একটা রোস্ট ভিডিও করেছে অনেকে।”

advertisement

আরও পড়ুন : ফের মুখ খুললেন মদন! 'কাকতালীয়' নয়... জন্মাষ্টমী শেষেও 'তাল' নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি!

অবশেষে রিভিউয়ের নম্বর হাতে পেয়ে যাবতীয় বিতর্কের মুখে জবাব দিলেন সুদীপ্তা। উচ্চমাধ্যমিকের নম্বরে অসন্তুষ্ট, হতাশ সুদীপ্তা রিভিউয়ের আবেদন জানিয়েছিলেন। রেজাল্ট বেরলে দেখা যায়, তাঁর ইংরাজিতে প্রাপ্ত নম্বর ৪৪। আর সেই নতুন মার্কশিট নিয়েই সুদীপ্তা এবার রানাঘাট কলেজে ভর্তি হলেন রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে। সুদীপ্তার বাবা এতে যারপরনাই খুশি। আগামী দিনে তিনি তাঁর মেয়েকে একজন শিক্ষিকা হয়ে উঠতে দেখতে চান এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Umbrella Girl: ইংরেজিতে বাড়ল নম্বর! 'পাশ' মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিক উতরে গেলেন 'আমব্রেলা' গার্ল! অনার্স নিয়ে ভর্তি হলেন কলেজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল