Madan Mitra: ফের মুখ খুললেন মদন! 'কাকতালীয়' নয়... জন্মাষ্টমী শেষেও 'তাল' নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি!

Last Updated:

Madan Mitra: 'বিজেপিতে একটা পাগল আছে...', ফের একের পর এক বেলাগাম মন্তব্যের ঝড় বইয়ে দিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদন মিত্র 
ফাইল ছবি।
মদন মিত্র ফাইল ছবি।
#কলকাতা: ভুলেও যেন কেউ বলে না বসেন 'তৃণমূলের সবাই চোর'। কিম্বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যেন ভুলেও কিছু না বলে বসেন কেউ। সম্প্রতি একের পর এক এই মর্মে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন প্রবীণ সাংসদ সৌগত রায়। এবার তাঁরই সুরে সুর মেলালেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। সৌগত রায় বলেছিলেন, তৃণমূলের সবার বিরুদ্ধে নিশানা করলে তার প্রতিক্রিয়া আসতেই পারে। সেক্ষেত্রে 'পিঠে তাল পড়লে দুঃখ করবেন না'। বিরোধীদের উদ্দেশে তাঁর এই মন্তব্যের সমালোচনা করে বিজেপির দলের সাংসদ দিলীপ ঘোষ পাল্টা অনেক কথাই বলেছেন। এমনকি তিনি তৃণমূলকে বস্তির পার্টি বলেও কটাক্ষ করেছেন। এবার এই ইস্যুতে সৌগত রায়ের সঙ্গে সহমত পোষণ করে সেই 'তাল' হুঁশিয়ারিই নব কলেবরে ফিরে এসেছে মদন মিত্রর মুখে।
বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থেকেছেন মদন মিত্র। এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে কার্যত তাঁকেই সমর্থন করলেন তৃণমূল বিধায়ক। কড়া ভাষায় বিজেপিকে বিঁধলেন। দিলেন, বিজেপি নেতাদের পিঠে তাল পড়ার হুঁশিয়ারিও।
advertisement
advertisement
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে সরাসরি ‘পাগল’ বলে আক্রমণ করেন মদন মিত্র। তাঁর কথায়, “বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে। সৌগত রায়ের সঙ্গে আমি একমত।আপনাদের মারতে বলছি না, তবে সবে জন্মাষ্টমী গিয়েছে। এখনও বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই সব কথায় আর একটু ঝড় হলেই, এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিন তাল না এক তাল না সোমে, তাল না বেতাল সেটা আমি জানি না। আমরা নিশ্চয়ই মারব না। তবে তাল পড়বেই। কারণ তাল পেকে গিয়েছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচ হয়নি।”
advertisement
একের পর এক বিতর্কিত মন্তব্যে সবসময়ই শিরোনামে মদন মিত্র। সূত্রের খবর, এমনকি তাঁর এহেন মন্তব্যের জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার বিভিন্ন ইস্যুতে কথা বলার ক্ষেত্রে তাঁকে এর আগেও সতর্ক করেছে। তা সত্ত্বেও বারবারই মদন মিত্রের কথায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সৌগত রায়কে সমর্থন করে কামারহাটির তৃণমূল বিধায়কের ‘তাল পড়া’র মন্তব্যে নতুন করে উঠল বিতর্কের ঝড়।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবারই দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবে বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও বলবেন না।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: ফের মুখ খুললেন মদন! 'কাকতালীয়' নয়... জন্মাষ্টমী শেষেও 'তাল' নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement