TRENDING:

Hooghly News: গাছেই ঝুলছিল কিউআর কোড... দেখে স্ক্যান করতেই যা বেরিয়ে এল... দেখে চক্ষু চড়কগাছ

Last Updated:

চন্দননগরে গাছের গায়ে লেখা 'হ্যালো মাই সেলফ', তার তলায় কিউ আর কোড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চন্দননগরে গাছের গায়ে লেখা ‘হ্যালো মাই সেলফ’, তার তলায় কিউ আর কোড। যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য। মাস চারেক আগে শুরু হয়েছিল এই কাজ। চন্দননগর পুর নিগম আনুষ্ঠানিক ভাবে আজ গাছের গাছের আত্ম পরিচয় প্রকাশ করল।
advertisement

সাবেক ফরাসডাঙা চন্দননগরকে আলোর শহর বলা হয়। সেই শহরে যেমন ফরাসি আমলের সৌধ আছে, তেমনই শহরের বিবর্তনের সাক্ষী হয়ে যারা আজও বেঁচে রয়েছে সেই গাছেদের জন্য তৈরি হয়েছে পরিচয় পত্র। চন্দননগর পুরনিগমের জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি (বায়ো ডাইভারসিটি ডিপার্টমেন্ট) এই কাজ করেছে। স্থানীয় মানুষ গবেষক পড়ুয়া ও পর্যটকরা সেই কিউ আর কোড স্ক্যান করে গাছের পরিচয় জানতে পারবেন।

advertisement

আরও পড়ুন: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দশ দেশকে পেছনে ফেলে ভারতের নাম উজ্জ্বল করেছে চন্দননগরের মেয়ে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

চন্দননগর স্ট্যান্ড রোড চার্চের সামনে গভর্মেন্ট কলেজের সামনে গঙ্গার পাড়ে বহু প্রাচীন গাছ রয়েছে। প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউ আর কোড। গাছের পরিচয়পত্র থেকে যে কেউ মোবাইল স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। কি প্রজাতির গাছ, কত বয়স, কি উপকারিতা আছে, কোথায় কোথায় পাওয়া যায় তার যাবতীয় তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: কোরিয়ান স্ট্রিট ফুড এখন পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগরে! জয় জয় বলছেন খাদ্য রসিকরা

প্রাথমিক ভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগোয়া এলাকায় ২৪৯ টি গাছে পরিচয় পত্র তৈরি হয়েছে। আজ ১২ টি গাছের কিউ আর কোড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর রানী ঘাটে ৩০০ বছরের প্রাচীন একটি বট গাছের কিউ আর কোডের উদ্বোধন করেন মেয়র।

advertisement

গুগলের উইকিপিডিয়ার সঙ্গে কিউ আর কোড যোগ করা হয়েছে প্রাথমিকভাবে।সেখান থেকেই মিলবে তথ্য। চন্দননগর মেয়র রাম চক্রবর্তী বলেন, “চন্দননগর শহরের ইতিহাস অনেক। বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগর শহরে আসেন। তারা এই প্রাচীন গাছগুলো দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান। আমরা তাই এই ব্যবস্থা করেছি। গাছের নম্বরিং যেমন থাকবে তেমনি কিউআর কোড লাগানো থাকবে। যেটা স্ক্যান করলে গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে। ১২ জানুয়ারী তাই ১২ টি গাছের গায়ে কিউ আর কোডের উদ্বোধন হল। পরে বাকি গাছে হবে।”

advertisement

শহরবাসী যারা চন্দননগর স্ট্যান্ডে ঘুরতে আসেন যারা তারাও খুশি। তারা বলছেন, একটা অভিনব ব্যাপার গাছ নিজেই এভাবে তার পরিচিতি দেওয়া। একটা গাছ দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে এটা কি গাছ,কতদিন ধরে এখানে আছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সহজেই।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: গাছেই ঝুলছিল কিউআর কোড... দেখে স্ক্যান করতেই যা বেরিয়ে এল... দেখে চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল