পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়েল তাঁদের জানিয়েছেন কিছু একটা আন্দাজ করতে পেরে তিনি ঘরে ঢুকেছিলেন। সেই সময় ঝুলন্ত অবস্থায় রাজকুমারকে দেখেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুনঃ গরমে ফ্রিজ ছাড়াই ২৪ ঘণ্টা দুধ থাকবে ‘ফ্রেশ’! ছানা কাটার কোনও ভয় নেই, মোক্ষম ‘এই’ টোটকায় বাঁচবে টাকা
advertisement
পুলিশ সূত্রে খবর, আত্মহত্যা করার আগে রাজকুমার মোবাইলে লিখেছিলেন তিনি আত্মহত্যা করবেন। কিন্তু কাউকে দোষারোপ করেননি। যদিও তাঁর বাবা সরাসরি এই ঘটনার জন্য অভিযোগের আঙুল তুলেছেন বৌমা কোয়েলর দিকেই। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তাঁর ছেলেকে মানসিক অত্যাচার করত কোয়েল। এমনকী সমস্ত টাকা-পয়সা কেড়ে নিত। সবকিছু সহ্য করতে না পেরেই রাজকুমার আত্মঘাতী হয়েছে। শ্বশুরের অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ বুধবার দিনভর কোন জেলায় কেমন আবহাওয়া? বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? আলিপুরের আপডেট
এই ঘটনা নতুন করে অতুল সুভাষের ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। অতুল স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করে ২৪ পাতার চিঠি লিখে এবং ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রী গ্রেফতার হলেও পরে তিনি জামিন পান। যদিও অভিযোগের তদন্ত এখনও চলছে। অতুল সুভাষের ঘটনা ছাড়াও দেশের একাধিক প্রান্ত থেকে বিগত কয়েক মাসে এমন ঘটনার খবর সামনে এসেছে।
Mainak Debnath