Milk: গরমে ফ্রিজ ছাড়াই ২৪ ঘণ্টা দুধ থাকবে 'ফ্রেশ'! ছানা কাটার কোনও ভয় নেই, মোক্ষম 'এই' টোটকায় বাঁচবে টাকা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Milk Kitchen Hacks: গরমে অনেক কাঁচা এবং রান্না করা সবজির মতোই দুধ রাখা খুব মুশকিল। অনেকেই আছেন যাদের বাড়িতে ফ্রিজ নেই। গরমে দুধ সংরক্ষণ করা খুব কঠিন। গরমে দুধ ঠিকমতো সংরক্ষণ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়।
advertisement
advertisement
*গরমে কীভাবে দুধ সংরক্ষণ করবেনঃ আপনি যখনই ঘরের তাপমাত্রায় দুধ রাখবেন, তখন সর্বদা জায়গাটির দিকে মনোযোগ দিন। দুধ ঠান্ডা জায়গায় রাখুন। রান্নাঘরে যেখানে সরাসরি রোদ রয়েছে, সেখানে দুধ রাখবেন না। রোদের দিকে দুধ রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঘরে যদি ফ্রিজ না থাকে, তাহলে ঠান্ডা জায়গায় দুধ রাখার অভ্যাস করুন।
advertisement
advertisement
advertisement
advertisement
