TRENDING:

Viral News: খালি হয়ে যাবে গোটা গ্রাম! বিরাট আতঙ্ক ছড়াল গোটা গ্রামে! জানলে ভয় ধরবে

Last Updated:

Viral News: বেশ কয়েক দশক ধরে এই গ্রামে বসবাস বেশ কয়েক হাজার মানুষের! হঠাৎ কী হল? কেন খালি হয়ে যাবে গ্রাম? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহলের ছোট্ট একটি গ্রাম, যে গ্রামে বসবাস প্রায় তিন শতাধিক পরিবারের, গড়ে উঠেছে জনবসতি। কিন্তু সেই গ্রামেই এখন চরম আতঙ্ক। মাত্র ১৫ দিনের মধ্যেই খালি হয়ে যাবে এই গোটা গ্রাম? ঘর ছেড়ে দিতে হবে সাধারণ মানুষের? যদিও এমন উৎকণ্ঠায় রয়েছে সকলে। এলাকা খালি করে দেওয়ার নোটিশ এসেছে তাদের কাছে। স্বাভাবিকভাবে চরম সমস্যায় পড়েছেন তারা। কী করবেন? কী করবেন না তারা, তা এখন ভেবে কুল পাচ্ছে না গ্রামের বাসিন্দারা। তারা নাকি বসবাস করে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গায়! সেখানেই গড়ে তুলেছে বাড়িঘর। তৈরি হয়েছে বিশাল জনবসতি। হয়েছে রাস্তাঘাট, উন্নয়ন। তবে বর্তমানে মাত্র কয়েকদিনের নোটিশে গ্রাম খালি করে দেওয়ার অর্ডার এসেছে তাদের কাছে। যা নিয়ে প্রত্যন্ত এই গ্রামে চাপানউতোর তুঙ্গে। ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে।
advertisement

স্বাধীনতা থেকে দীর্ঘ বেশ কয়েক দশক বংশপরম্পরায় বসবাস করছেন শতাধিক মানুষ। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিস এসেছে। এতে সমস্যায় পড়েছে ৩০০-র বেশি পরিবার। শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এখন ভিটেমাটি হারানোর ভয়। জানা গিয়েছে, নোটিস পাওয়ার ১৫দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।স্থানীয়দের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। ১৯৪২ সালে ৬ মাসের নোটিস দিয়ে ইংরেজরা জানায়, বোমা-গুলি চলতে পারে। এরফলে বিপদে পড়বে গ্রামবাসীরা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

তাই অস্থায়ীভাবে তাঁদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন। বংশপরম্পরায় সেখানেই বসবাস করছে তিন শতাধিক পরিবার। ইংরেজ বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাঁকশাল। তার এক পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল।তবে এর মধ্যে ২০২২সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন কিন্তু, কোনও লাভ হয়নি।

advertisement

আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছেন মা! বারাসতের মহিলার লড়াই চোখে জল আনবে!

তবে সম্প্রতি সেই গ্রামে আবারও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাম খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ভিটেমাটি হারানোর আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষজন। তবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। তবে তাদের কি ছেড়ে দিতে হবে বাড়ি? এই শীতে বাড়ি হারিয়ে থাকবে কোথায়? গোটা গ্রাম কি খালি হয়ে যাবে? একাধিক প্রশ্ন ঘুরছে সকলের মধ্যে। গ্রাম জুড়ে এখন শুধু আতঙ্ক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: খালি হয়ে যাবে গোটা গ্রাম! বিরাট আতঙ্ক ছড়াল গোটা গ্রামে! জানলে ভয় ধরবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল