Viral Video: দুই সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছেন মা! বারাসতের মহিলার লড়াই চোখে জল আনবে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
.Viral Video: সন্ধে হলেই ঠেলা গাড়ি ও দুই সন্তানকে নিয়ে রাস্তার ধারে হাজির হন মহিলা! শুরু হয় বেঁচে থাকার লড়াই! জানুন
উওর ২৪ পরগনা: সন্তানদের সঙ্গে নিয়েই বারাসতে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে আজ যেন সাবলম্বী অনিতা। জন্ডিসে দু’বছর আগে প্রাণ কেড়েছে স্বামীর। বারাসত ডাকবাংলো মোড় সংলগ্ন এলাকায় কুড়ি বছর ধরে ফুচকা ও পকোরার দোকান চালাতেন তিনি। স্ত্রী অনিতা সাউ ছিলেন নিতান্তই গৃহবধূ। তবে স্বামীর মৃত্যুর পরই সংসারের হাল ধরতে আজ তিনি রাস্তায় দাঁড়িয়েই বিক্রি করছেন ফুচকা পকোড়া। তবে শুধু তিনি নন, তার সঙ্গে ফুটপাতের এই স্টল সামলাতে হাজির মেয়ে অনশু সাউ ন’বছর বয়স এবং ছেলে সত্যম সাউ যার বয়স সাত বছর।
বিকেল হলেই নতুন পুকুর এলাকার বাসিন্দা অনিতা নিজের ঠেলাগাড়ি নিয়ে হাজির হয়ে যান, ডাক বাংলো মোড় সংলগ্ন তার নিজের নির্দিষ্ট জায়গায়। নিজের হাতেই আলু মেখে তেঁতুল জল গুলে ভোজন রসিকদের পাতায় তুলে দেন একের পর এক মুখরোচক ফুচকা। শুধু ফুচকাই নয়, পাশে থাকা পকোড়াও তিনি নিজেই ভাজেন। কখনও ক্রেতাদের চাপ থাকলে, মেয়ে অনশুও মাকে সাহায্য করতে হাত লাগায় পকোড়া ভাজার কাজে। তবে ফাঁকা টাইমে অবশ্য দুই ভাই বোন ঘুরে বেড়ায় দোকানের এদিক সেদিক। মা অনিতা দাঁড়িয়ে থাকেন ক্রেতাদের অপেক্ষায়।
advertisement
advertisement
এমন ভাবেই জীবন যুদ্ধে লড়াই চালিয়ে আজ নিজে গোটা সংসারের ভার কাঁধে তুলে এগিয়ে চলেছেন বারাসতের এই মহিলা ফুচকাওয়ালা। সকালে উঠে নিজে হাতেই লেচি বেলে তৈরি করেন ফুচকা। এরপর সংসারের কাজ সামলে বিকেল হতেই সন্তানদের নিয়ে হাজির হয়ে যান দোকান সামলাতে। সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যেই পড়াশোনা করে নেয় ছোট খুদেরা। কারণ বিকেল হলেই মায়ের সঙ্গে দোকানে যেতে হয় তাদেরও।
advertisement
সন্তানদের নিয়ে মায়ের এমন লড়াই চোখ এড়াইনি ফুচকা বা পকোড়া খেতে আসা মানুষজনদের। অনেকেই তাই আজ এমন লড়াকু মা কে জানান কুর্নিশ। প্রতিদিন প্রায় হাজার টাকার মতো বিক্রি হয়। যা সামান্য লাভ থাকে তাতে সংসার চলে যায়। তবে এই কাজ করতে পেরে খুশি অনিতা, নিজের মুখেই জানালেন সেকথা। ফুচকা খেতে আসা ভোজন রসিকরাও তাই নিয়মিত খোঁজ রাখেন মা সহ সন্তানদেরও।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 10:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: দুই সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছেন মা! বারাসতের মহিলার লড়াই চোখে জল আনবে!