তবে এ বিষয়ে বিজ্ঞান মঞ্চ বলছে অন্য কথা। আসলে এমন ঘটনা এটাই প্রথম নয়। প্রায় তিন মাস আগেও এমনই ঘটনার সাক্ষী হাওড়ার মানুষ। সেদিন দুর্গাপুজোর মহাষষ্ঠী। সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা সেখানে পাশের গ্রাম থেকেও জনস্রোত দেখা গিয়েছিল গ্রামে। স্থানীয়দের কথায়, তালা বন্ধ ঠাকুরদালানে দেবতা ছাড়াও অন্য কেউ প্রবেশ সম্ভব নয়। তাছাড়াও সেখানে প্রবেশের চিহ্ন থাকেলও বাহিরে আসার কোনও পদ চিহ্ন ছিল না।
advertisement
আরও পড়ুন: নীল চোখের মণি, অবশেষে সামনে এল রাহা কাপুর, বড়দিনে মেয়ের সঙ্গে পরিচয় করালেন রণবীর-আলিয়া! দেখুন ভিডিও
এটাই ভগবানের আসা বা আবির্ভাব স্থানীয়দের কাছে। বর্তমান এই বিজ্ঞানের সময় এমন ঘটনা অবাক করার মতোই বটে। তবে এই সময় এমন ঘটনায় নানা প্রশ্ন চিহ্ন তো রয়েই যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমনই ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা ব্লকের জুজারসাহা গ্রামে। রবিবার সকালে মা তারার পদচিহ্ন পাওয়া গিয়েছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: বড়দিনে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর, ভিড় সামলাতে চমকপ্রদ ব্যবস্থা! অবশ্যই জানুন
সেই পায়ের ছাপ দেখতে সকাল থেকে শুরু মানুষের আসা যাওয়া। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। যদিও ওই বাড়ির এক সদস্য জানিয়েছেন। কীভাবে কোথা থেকে এমন ঘটনা জানা নেই। তবে দীর্ঘ প্রায় ১২ বছর মা তারার আরাধনা চলছে বাড়িতে। মা তারার পুজো হয় স্থানীয় মানুষ এসে পুজো দেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাওড়া জেলা সহ সম্পাদক শঙ্কর মুখোপাধ্যায় জানান, পৃথিবীতে অলৌকিক ঘটনা বলে কিছু নেই। এর কারণ কী সঠিক না জানার ফলে মানুষ এই সব ভুল ধারণায় বিশ্বাসী। বর্তমানে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে এক প্রকার অসচেতনতার ফলে। তিনি আরও বলেন কিছু মানুষ নিজেদের স্বার্থে এমন ঘটনার তৈরি করে থাকেন।
রাকেশ মাইতি
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F