Ranbir Kapoor Alia Bhatt Daughter: নীল চোখের মণি, অবশেষে সামনে এল রাহা কাপুর, বড়দিনে মেয়ের সঙ্গে পরিচয় করালেন রণবীর-আলিয়া! দেখুন ভিডিও

Last Updated:

Ranbir Kapoor Alia Bhatt Daughter: মেয়ে রাহাকে কোলে নিয়ে রণবীর পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিলেন। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া।

রণবীর ও আলিয়ার মেয়ে রাহা কাপুর প্রকাশ্যে
রণবীর ও আলিয়ার মেয়ে রাহা কাপুর প্রকাশ্যে
মুম্বই: এতদিন ধরে নিজেদের মেয়ের ছবি শেয়ার করেননি আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিমানবন্দর বা কোথাও যাওয়ার সময়ও মেয়ের মুখ সব সময় ঢেকেই রেখেছেন তারকা দম্পতি। তবে বড়দিনে নিজেদের ভক্তদের সামনে প্রথমবার মেয়েকে নিয়ে এলেন রণবীর আলিয়া।
মেয়ে রাহাকে কোলে নিয়ে রণবীর পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিলেন। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া। কাপুর পরিবারে বড়দিনে বরাবরই বিরাট করে লাঞ্চের আয়োজন করা হয়। গোটা পরিবার এদিন একত্র হন এই অনুষ্ঠানে।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Snehkumar Zala (@snehzala)

advertisement
আরও পড়ুন: কালজয়ী এক শর্তহীন প্রেমকাহিনি, অমৃতার সঙ্গে ‘দেখা’ করতে চলেই গেলেন ইমরোজ; আর তর সইল না
এমন দারুণ দিনেই অবেশেষে নিজেদের মেয়ে রাহাকে সামনে নিয়ে এলেন রণবীর-আলিয়া। নীল চোখের মণির রাহাকে দেখে পাপারাৎজিরা মেরি ক্রিসমাস জানাতে থাকে। রণবীর ও আলিয়া রাহাকে কোল থেকে নামালেও সে মুহূর্ত কোলছাড়া হতে চায় না। ফলে রণবীরের কোলে উঠে পড়ে রাহা।
advertisement
মেয়ের জন্মের পর থেকে এতদিন মিডিয়ার সামনে তাকে নিয়ে আসেননি রণবীর-আলিয়া। তবে ক্রিসমাসে প্রথমবার তাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। রণবীর ও আলিয়ার মেয়ে রাহাকে দেখার জন্য উৎসুখ বহু মানুষের আজ বিরাট উপহার। রণবীর তাঁর কণ্ঠার হাড় (কলার বোন)-এ মেয়ে রাহার নাম ট্যাটুও করিয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor Alia Bhatt Daughter: নীল চোখের মণি, অবশেষে সামনে এল রাহা কাপুর, বড়দিনে মেয়ের সঙ্গে পরিচয় করালেন রণবীর-আলিয়া! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement