Kolkata Metro on Christmas: বড়দিনে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর, ভিড় সামলাতে চমকপ্রদ ব্যবস্থা! অবশ্যই জানুন

Last Updated:

Kolkata Metro on Christmas: ভিড় সামলাতে কড়া পুলিশি ব্যবস্থা স্টেশন জুড়ে৷ জানুন 

কলকাতা মেট্রোয় উপচে পড়া ভিড়
কলকাতা মেট্রোয় উপচে পড়া ভিড়
কলকাতা: বড়দিন ও নতুন বছরের ভিড় সামলাতে এবার মেট্রোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে ২৪, ২৫,৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি থাকছে বিশেষ ব্যবস্থা। স্টেশনে অস্ত্র হাতে থাকবেন মহিলা রেল পুলিশকর্মীরা। উল্লাসের জেরে বড়দিনের সন্ধ্যা কিংবা নিউ ইয়ারস ইভে মেট্রো স্টেশনগুলোতে উপচে পড়ে ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে মাঝে মাঝেই উঠে আসে নানা অপ্রীতিকর অভিযোগ।
কখনও কখনও ঘটনা গড়ায় মারপিট পর্যন্ত। পুরনো সেই সব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। এই চারদিন অতিরিক্ত ২৫ জন রেল পুলিশ নিয়োগ করা হচ্ছে। সকলেই থাকবেন সশস্ত্র অবস্থায়। পাঁচটি টিমে ভাগ করা থাকবে এই পুলিশ বাহিনী। টিমে থাকবেন একজন মহিলা কনস্টেবলও। পার্ক স্ট্রিট স্টেশন সংলগ্ন মেট্রো ভবনে থাকবে কুইক রেসপন্স টিম। এই স্টেশনগুলিতে বড় কোনও ঘটনা ঘটলে যাতে দ্রুত পৌঁছনো যায় ঘটনাস্থলে। এ ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ক্যানসারে মৃত মা, ফ্রিজে রাখা মায়ের হাতে তৈরি শেষ খাবার! প্লেটের সামনে অঝোর কান্না শিশুর
এই চারদিন স্টেশনগুলিতে ভিড় সামলাতে খোলা হবে অতিরিক্ত কাউন্টারও। তবে বেশি রাত পর্যন্ত ট্রেন চালানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো সূত্রে খবর, এসপ্ল্য়ানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন ও দমদম স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বড়দিনের দিন গভীর রাত অবধি মেট্রো চলবে। ওই দিন পার্ক স্ট্রিট, এসপ্ল্য়ানেড চত্বরে বহু মানুষের ভিড় থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন: কালজয়ী এক শর্তহীন প্রেমকাহিনি, অমৃতার সঙ্গে ‘দেখা’ করতে চলেই গেলেন ইমরোজ; আর তর সইল না
মেট্রো স্টেশনগুলিতেও ভিড় হবে। তাই ভিড় সামলাতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে ওই দিন। পুলিশ বেলা ১১টা থেকে রাতের অন্তিম মেট্রোর সময় পর্যন্ত ওই বাহিনী এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে নজরদারির দায়িত্বে থাকবে। এ ছাড়া তিনটি স্টেশনেই পৃথক ভাবে নজরদারি চালাবে আরপিএফের মহিলা বাহিনীর একটি দল। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে রাখা হচ্ছে চার সদস্যের একটি সশস্ত্র দলকে।
advertisement
যে দলের নেতৃত্বে থাকবেন এক জন সাব-ইনস্পেক্টর। দলটি সকাল থেকে রাত পর্যন্ত নজরদারি চালাবে। যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে এসপ্লানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে পৌঁছনোর প্রস্তুতি থাকবে দলের সদস্যদের। যাত্রীদের ভিড়ের উপরে নজরদারি চালাতে তিনটি স্টেশনেই পর্যাপ্ত সংখ্যক মেট্রো কর্মীদের রাখা হচ্ছে। পার্ক স্ট্রিটে মেট্রো ভবনের কন্ট্রোল রুম ছাড়াও তিনটি স্টেশনের মধ্যে বিশেষ সমন্বয় থাকবে বলে মেট্রো সূত্রের খবর।
advertisement
আবীর ঘোষাল
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro on Christmas: বড়দিনে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর, ভিড় সামলাতে চমকপ্রদ ব্যবস্থা! অবশ্যই জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement