আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral News) তিনি। ভাইরাল (Viral News) হওয়ার কারণ তার বিয়ে। তার বিয়ে (Wedding) করতে যাওয়ার ধরন তাকে ভাইরাল (Viral) করেছে। অয়ন বিয়ে করতে গিয়েছিলেন গরুর গাড়িতে চড়ে। সুন্দর ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছিল একটি গরুর গাড়ি (Bullock Cart)। সেই গাড়িতেই চেপেই বিয়ে করতে গিয়েছিলেন অয়ন দাস।গাড়িতে ছিল নতবরও। শ্বশুর বাড়ির পথে গরুর গাড়ি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দিতে রওনা দিয়েছিলেন তিনি। সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে অনেকের। ব্যাপক ভাইরাল হচ্ছে ভিডিও। যদিও নেটিজেনদের অনেকেই বলছেন, নিছকই ভাইরাল হওয়ার জন্য এমন পদক্ষেপ করেছেন ওই পাত্র।
advertisement
আরও পড়ুন - KKR: IPL 2022-র শুরু থেকে প্যাট কামিন্সকে পাবে না! ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্তে চাঞ্চল্য
তবুও রঙিন আলো আর ফুলে সাজিয়ে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়াকে অনন্য এক মিশ্রণ বলে মনে করছেন অনেকে। আধুনিকতার সঙ্গে গ্রাম্য সংস্কৃতিকে মিলিয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস বলে দাবি করছেন বহু মানুষ। একটা সময় এই গরুর গাড়ি ছিল যাতায়াতের অন্যতম ভরসা।
আরও পড়ুন - Cricketer Actress Gossip: বয়েসে বড় এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু রতুরাজ গায়কোয়াড়
এখন আর গ্রামেও গরুর গাড়ি দেখা পাওয়া যায় না সেই অর্থে।চাষাবাদের কাজের গরুর গাড়ি ব্যবহার এর সংখ্যা অনেকটাই কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়া রীতিমত নজর কেড়েছে সবার। স্বাভাবিকভাবেই এই ছবিতে মজে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ভিডিও নিয়ে নানারকম মতামত প্রকাশ করছেন নেটিজেনরা। পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের আত্মীয়দের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই বিয়ের ছবি, ভিডিওর দেখা পাওয়া যাচ্ছে। বিয়ের জন্য এমন পদক্ষেপ নিতে পেরে খুশি ওই পাত্র অয়ন দাস নিজেও।
Nayan Ghosh