পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা গ্রামে এই বিশেষ উৎসব হয়। স্থানীয়রা এই উৎসবকে বলেন ‘সয়লা উৎসব’। যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে বন্ধু পাতিয়ে শপথ নেন। হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে-দুঃখে, আনন্দে-বিষাদে, সব সময়ে একে অপরের পাশে থাকার। এটাই এই উৎসবের বিশেষ রীতি। এই প্রসঙ্গে সরঙ্গা গ্রামের প্রবীণ নাগরিক রামসংকর দানা জানিয়েছেন, “আমার বয়স এখন ৭৫ বছর। পুরনো বন্ধুর সঙ্গে আবার বন্ধুত্ব পাতালাম। খুবই ভাল লাগছে। তবে এটাই হয়তো আমাদের শেষ। কারণ এরপর বারো বছর অবধি আমরা আর যাব না। এই উৎসব খুব বড় করে হয়।”
advertisement
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত প্রত্যন্ত এবং বর্ধিঞ্চু গ্রাম সরঙ্গা। এখানে প্রত্যেক বারো বছর অন্তর সয়লা উৎসবের আয়োজন করা হয়। প্রস্তুতি শুরু হয় এক মাস আগে। এক মাস ধরে গ্রামের সমস্ত মন্দিরে গিয়ে পান-সুপুরি দিয়ে দেবদেবীকে আমন্ত্রণ জানান গ্রামবাসীরা। মা মনসার পুজো হয়ে যাওয়ার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব।
নিজের পছন্দমতো মানুষ খুঁজে তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতান গ্রামের আট থেকে আশি সকলেই। পছন্দের সঙ্গীর গলায় মালা পরিয়ে ডালা বদল করে সারাজীবন একে অপরের পাশে থাকার শপথ নেন। এবারেও বারো বছর পর বন্ধুত্ব পাতানোর সেই উৎসব চলল সরঙ্গা গ্রামের সয়লার মাঠে। এই উৎসব এলেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই পছন্দের মানুষ খুঁজে বন্ধুত্ব পাতান। অনেকে আবার পুরনো বন্ধুকেই পুনরায় বন্ধু পাতিয়ে স্মৃতিচারণ করেন।
বনোয়ারীলাল চৌধুরী