TRENDING:

Viral News: লাঠির মুখে গানের সুর! কমব্যাট ফোর্সের জওয়ানের গানে মেতেছে নেট দুনিয়া, শুনেছেন?

Last Updated:

Viral News: গান গাওয়ার কারণে তাঁকে শাস্তিও পেতে হয় বিস্তর, তবুও কাজের ফাঁকে সময় পেলেই তামিম বসে পড়েন গান-বাজনার আসরে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: লাঠির মুখেও গানের সুর ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনই এক ভিডিও। যেখানে এক সেনা বাহিনীর জাওয়ানের খালি গলার গানে মেতে ওঠে নেট দুনিয়া। সেই সেনা জওয়ানের নাম তামিম চৌধুরী। যদিও সেই গান গাওয়ার কারণে তাঁকে শাস্তিও পেতে হয় বিস্তর তবুও কাজের ফাঁকে সময় পেলেই তামিম বসে পড়েন গান-বাজনার আসরে।
advertisement

হুগলি কোন্নগরের বাসিন্দা তামিম চৌধুরী। পেশায় সে একজন কমব্যাট ফোর্সের সৈনিক। তাঁর কাজ যেখানে আইন প্রশাসন বিঘ্নিত হয় সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। পরিস্থিতি সামাল দিতে কখনো লাঠি হাতে কখনো টিয়ার গ্যাস হাতে তুলে নিতে হয়। তবে সুযোগ পেলেই লাঠি ছেড়ে গিটার হারমোনিয়াম নিয়ে বসে পড়ে তামিম।

আরও পড়ুন: ডাল থেকে ফুলকপি ঝোল, সবেতেই ছিটিয়ে দিচ্ছেন ধনেপাতা! শরীরে এর প্রভাব জানেন? রইল চিকিৎসকের মত

advertisement

ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি গান বাজনার প্রতি তাঁর ঝোঁক জন্মায়। তবে প্রথাগতভাবে গানের প্রশিক্ষণ পায়নি কোনদিনও। বন্ধুরা তাঁর খালি গলায় গান শুনে তাঁকে বাহবা দিতেন অনেক ছোট থাকেই। সেই থেকেই শুরু তামিমের গানের প্রতি ভালবাসা।

View More

আরও পড়ুন: রণবীরের ‘অ্যানিমাল পার্ক-এ ববি থাকছেন? ছবির তৃতীয় ভলিউমও ভাবনায়, বড় আপডেট দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

advertisement

র‍্যাপিড একশন ফোর্স বা র‍্যাফ এর ট্রেনিং এর সময় ট্রেনিং সেন্টারেই তাঁর খালি গলায় গাওয়া গানের ভিডিও করে তাঁর অন্য সহকর্মীরা। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এক সপ্তাহে প্রায় ৪২ লক্ষ মানুষ সেই ভিডিওতে বাহবা দেয়। কিন্তু পরবর্তীতে তামিমকে এই ভিডিও পোস্ট করার জন্য শাস্তিও পেতে হয়। তবে যতই শাস্তি মিলুক না কেন গান গাওয়ার প্রতি যে ভালবাসা, সে ভালবাসা বারবার তাঁকে ডেকে নিয়ে আসে হারমোনিয়াম গিটারের কাছে।

advertisement

রাহী হালদার

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: লাঠির মুখে গানের সুর! কমব্যাট ফোর্সের জওয়ানের গানে মেতেছে নেট দুনিয়া, শুনেছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল