হুগলি কোন্নগরের বাসিন্দা তামিম চৌধুরী। পেশায় সে একজন কমব্যাট ফোর্সের সৈনিক। তাঁর কাজ যেখানে আইন প্রশাসন বিঘ্নিত হয় সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। পরিস্থিতি সামাল দিতে কখনো লাঠি হাতে কখনো টিয়ার গ্যাস হাতে তুলে নিতে হয়। তবে সুযোগ পেলেই লাঠি ছেড়ে গিটার হারমোনিয়াম নিয়ে বসে পড়ে তামিম।
আরও পড়ুন: ডাল থেকে ফুলকপি ঝোল, সবেতেই ছিটিয়ে দিচ্ছেন ধনেপাতা! শরীরে এর প্রভাব জানেন? রইল চিকিৎসকের মত
advertisement
ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি গান বাজনার প্রতি তাঁর ঝোঁক জন্মায়। তবে প্রথাগতভাবে গানের প্রশিক্ষণ পায়নি কোনদিনও। বন্ধুরা তাঁর খালি গলায় গান শুনে তাঁকে বাহবা দিতেন অনেক ছোট থাকেই। সেই থেকেই শুরু তামিমের গানের প্রতি ভালবাসা।
র্যাপিড একশন ফোর্স বা র্যাফ এর ট্রেনিং এর সময় ট্রেনিং সেন্টারেই তাঁর খালি গলায় গাওয়া গানের ভিডিও করে তাঁর অন্য সহকর্মীরা। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এক সপ্তাহে প্রায় ৪২ লক্ষ মানুষ সেই ভিডিওতে বাহবা দেয়। কিন্তু পরবর্তীতে তামিমকে এই ভিডিও পোস্ট করার জন্য শাস্তিও পেতে হয়। তবে যতই শাস্তি মিলুক না কেন গান গাওয়ার প্রতি যে ভালবাসা, সে ভালবাসা বারবার তাঁকে ডেকে নিয়ে আসে হারমোনিয়াম গিটারের কাছে।
রাহী হালদার
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F