এই সমস্ত ভিন্ন স্বাদের চা খেতে হলে আগে যেতে হতো কলকাতায়। তবে চকোলেট চা এখন পাওয়া যাচ্ছে কৃষ্ণনগরেই। কৃষ্ণনগর রোড স্টেশন থেকে স্বরুপগঞ্জ ঘাট যাওয়ার পথে রাস্তার ডান দিকে পরে একটি দোকান। দোকানটি দেখতে একটি সাধারণ চায়ের দোকান হলেও পোস্টারে চায়ের মেনুর তালিকা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। দুধ চা তো রয়েছেই, এ ছাড়াও পাবেন ভিন্ন ভিন্ন স্বাদের চা। এই চায়ের দামও রয়েছে হাতের নাগালেই।
advertisement
আরও পড়ুনঃ 'জুনিয়র বাপ্পি লাহিড়ি'কে দেখেছেন? শুনেছেন গান? আজ বাপ্পি লাহিড়ির প্রয়াণের দিনে চিনুন তাঁকে...
সাধারণত এই সমস্ত চা পাওয়া যায় শহরাঞ্চলের ক্যাফেতে, যার দাম থাকে তুলনামূলক একটু বেশিই। তবে এই দোকানে সেই সমস্ত চায়ের মূল্য ৩০ টাকা থেকে শুরু করে ৫০ টাকার মধ্যেই। এ ছাড়াও সাধারণ দুধ চা-ও পাওয়া যায় ১০ টাকাতে। সাধারণ চায়ের থেকে দাম একটু বেশি হলেও খেতে যথেষ্টই সুস্বাদু। সন্ধ্যার পর নতুন প্রজন্মের ভিড় চোখে পড়ছে দোকানে। আট থেকে আশি প্রায় সকলেরই পছন্দ করছেন নতুন স্বাদের চা।