RIP Bappi Lahiri|| 'খুব চা খেতেন, ভালবাসতেন তেল কৈ', 'বাপ্পি দা'র প্রয়াণে মনখারাপ শ্রীরামপুর রয়্যাল হোটেলের কর্মীদের

Last Updated:
RIP Bappi Lahiri: ২০১৪ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বান্দিতা করেছিলেন বাপ্পি লাহিড়ি। সেই সময়ে  তিনি শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে এক মাসের জন্য রয়্যাল হোটেলে ছিলেন।
1/6
*২০১৪ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বান্দিতা করেছিলেন বাপ্পি লাহিড়ি। তথ্যঃ রানা কর্মকার। সংগৃহীত ছবি।
*২০১৪ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বান্দিতা করেছিলেন বাপ্পি লাহিড়ি। তথ্যঃ রানা কর্মকার। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*নির্বাচনী কর্মসূচি থেকে প্রচার, সবের জন্য সেই সময়ে  তিনি শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে এক মাসের জন্য রয়্যাল হোটেলে ছিলেন।
*নির্বাচনী কর্মসূচি থেকে প্রচার, সবের জন্য সেই সময়ে  তিনি শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে এক মাসের জন্য রয়্যাল হোটেলে ছিলেন।
advertisement
3/6
*আজ বাপ্পি লাহিড়ির মৃত্যু সংবাদ পেয়ে শোকে কাতর হোটেলের কর্মীরা। তাদের কথায় উঠে এল নানা স্মৃতির গল্প।
*আজ বাপ্পি লাহিড়ির মৃত্যু সংবাদ পেয়ে শোকে কাতর হোটেলের কর্মীরা। তাদের কথায় উঠে এল নানা স্মৃতির গল্প।
advertisement
4/6
*হোটেলের কর্মীদের সঙ্গে বাপ্পি লাহিড়ির মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় হোটেলে থাকাকালীন ঘনঘন চা খেতেন। সংগৃহীত ছবি। 
*হোটেলের কর্মীদের সঙ্গে বাপ্পি লাহিড়ির মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় হোটেলে থাকাকালীন ঘনঘন চা খেতেন। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*ভালবাসতেন মাছ ভাত। দুপুর হোক বা রাতে তার খাবারের মেনুতে পায়ই থাকত কৈ মাছ। বেশি পছন্দ করতেন তেল কৈ। সংগৃহীত ছবি। 
*ভালবাসতেন মাছ ভাত। দুপুর হোক বা রাতে তার খাবারের মেনুতে পায়ই থাকত কৈ মাছ। বেশি পছন্দ করতেন তেল কৈ। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*হোটেলের কর্মীদের গান শুনিয়েছিলেন খালি গলায়। আজ বাপ্পি লাহিড়ির মৃত্যুর পরে না সেই গল্প শুনিয়েছেন সেই সময়ে যারা তাঁকে দেখেছিলেন তাঁরা। সংগৃহীত ছবি।
*হোটেলের কর্মীদের গান শুনিয়েছিলেন খালি গলায়। আজ বাপ্পি লাহিড়ির মৃত্যুর পরে না সেই গল্প শুনিয়েছেন সেই সময়ে যারা তাঁকে দেখেছিলেন তাঁরা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement