নিজে আম খেতে ভালোবাসেন বলে, দেশ বিদেশের প্রায় ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তার বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। এবারই প্রথম ‘ব্রুনাই কিং’ আম ফলিয়েছেন। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদা, জামরুল, কলা, লিচুগাছও রয়েছে বাগানে।
advertisement
আরও পড়ুন : ক্লাস 10-এর ফাইনাল বোর্ডের পরীক্ষায় সব বিষয়ে ফেল! কেক কেটে, হৈ হৈ করে ছেলের ব্যর্থতার উদযাপন বাবা মায়ের
আরও পড়ুনঃ Andre Russell: রানে ফিরেই বড় ঘোষণা রাসেলের! কী জানালেন কেকেআর তারকা?
পার্থ বলেন, ‘প্রতি বছরই গরম বাড়ছে। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে।’ লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে। আমেরিকান কেন্টের চারা হাওড়ার একটি নার্সারি থেকে সারে ছয় হাজার টাকা দিয়ে কিনে এনেছিলেন। মেদিনীপুর থেকে এনেছেন ‘ব্রুনাই কিং’ প্রজাতির আমের চারা। সেই গাছে আম ফলেছে।কাঁচায় যার ওজন এখনই তিন কিলো হয়েছে। পাকার সময় আরও বাড়বে ওজন।