Viral News: ক্লাস 10-এর ফাইনাল বোর্ডের পরীক্ষায় সব বিষয়ে ফেল! কেক কেটে, হৈ হৈ করে ছেলের ব্যর্থতার উদযাপন বাবা মায়ের

Last Updated:

Viral News: তার বাবা মা ভরসা হারাননি তার উপর থেকে৷ তিরস্কার করা, লজ্জায় লুকিয়ে পড়ার বদলে তাঁরা বরং ছেলের ফেল করাকে উদযাপন করেন কেক কেটে৷ ছেলের মনোবল চাঙ্গা করার জন্য ছিল ছোট্ট উদযাপনও৷

বাবা-মা-এর কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি এই ইঁদুরদৌড়ের দুনিয়ায়
বাবা-মা-এর কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি এই ইঁদুরদৌড়ের দুনিয়ায়
বেঙ্গালুরু: হতাশাজনক ফলাফল। কিন্তু এখানেই পৃথিবীর সব শেষ, সেটা মনে করেন না কর্নাটকের বাগালকোটের এক দম্পতি। তাই ছেলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও উদযাপন বন্ধ থাকল না৷ হাল না ছেড়ে দেওয়ার আদর্শে বিশ্বাসী এই বাবা-মা-এর কীর্তি ভাইরাল হতে সময় লাগেনি এই ইঁদুরদৌড়ের দুনিয়ায়৷
বাগালকোটের বাসিন্দা অভিষেক চোলাচাগুড়া এ বছর বসেছিল দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়৷ কিন্তু বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছাত্র পাশ করতে পারেনি৷ ৬০০-র মধ্যে ২০০ পেয়ে তার ফলাফল ৩২ শতাংশ৷ ৬ টি বিষয়ের কোনওটিতেই কৃতকার্য হতে পারেনি৷
advertisement
বন্ধুরা অবশ্য বিদ্রুপ করতে বাকি রাখেনি অভিষেককে৷ কিন্তু তার বাবা মা ভরসা হারাননি তার উপর থেকে৷ তিরস্কার করা, লজ্জায় লুকিয়ে পড়ার বদলে তাঁরা বরং ছেলের ফেল করাকে উদযাপন করেন কেক কেটে৷ ছেলের মনোবল চাঙ্গা করার জন্য ছিল ছোট্ট উদযাপনও৷ মনোবল বাড়ানোর জন্য অভিষেককে তার বাবা মা বলেন, ‘‘তুমি হয়তো জীবনের পরীক্ষায় ফেল করেছো৷ কিন্তু জীবনের পরীক্ষায় করোনি৷ আবার চেষ্টা করো৷ পরের বার নিশ্চয়ই সাফল্য আসবে৷’’
advertisement
আরও পড়ুন : নজিরবিহীন! অবসরের ৪ বছর পরও বিনা বেতনেই রোজ এসে সযত্নে স্কুলের সব কাজ করেন সঞ্জয়
বাবা মায়ের আচরণ মন ছুঁয়ে গিয়েছে অভিষেকের৷ বলেছে,‘‘যদিও আমি অকৃতকার্য হয়েছি, আমার পরিবার আমাকে উৎসাহ দিয়েছে৷ আমি আবার পরীক্ষা দেব৷ পাশা করব৷ সফল হব জীবনে৷’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ক্লাস 10-এর ফাইনাল বোর্ডের পরীক্ষায় সব বিষয়ে ফেল! কেক কেটে, হৈ হৈ করে ছেলের ব্যর্থতার উদযাপন বাবা মায়ের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement