মন্দিরের বর্তমান সেবাই শুভাশিষ মিশ্র জানিয়েছেন, তার দাদু পঞ্চানন মিশ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। একটা সময় জাতীয় সড়কের আরও গা ঘেঁষে এই মন্দিরটি অবস্থিত ছিল। তবে বর্তমানের নতুন মন্দিরটি জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে সকাল বিকেল দু’বেলা ভক্তদের ভিড় লেগে থাকে। বিশেষ বিশেষ দিনগুলিতে ভিড় হয় আরও।
advertisement
আরও পড়ুন: নারকেল তেলে মিশিয়ে নিন এই ক্যাপসুল! বিশেষ এই পদ্ধতি জানলেই চুলের সব সমস্যা গায়েব!
তবে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে অবস্থিত এই পিয়ালা কালী মন্দির বিশেষভাবে পরিচিত বিয়ের জন্য। অর্থাৎ এই মন্দিরে অনেকেই আসেন বিয়ে করতে। যারা বাড়ির অমতে বিয়ে করেন, তাদের প্রথম পছন্দ পিয়ালা কালিবাড়ি। তাছাড়াও মন্দিরে যে সমস্ত বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার সংখ্যাও এই মন্দিরে অনেকটাই বেশি। যদিও এর পিছনে বিশেষ কোনও কারণ রয়েছে কিনা, তা কারওর জানা নেই।
আরও পড়ুন: কালোজিরে খেতে হবে এই নিয়মে! শীতকালীন সব রোগের ছুটি! জানুন চিকিৎসকের মত
এই মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় মায়ের অষ্টমঙ্গলা। সেদিন বিশেষ ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রত্যেক শনি ও মঙ্গলবার এখানে ভক্তদের ভিড় দেখা যায়। সবমিলিয়ে দুর্গাপুরে যতগুলি বিখ্যাত কালী মন্দির রয়েছে, সেই তালিকায় নাম রয়েছে এই কালী বাড়ির। তুলনায় অনেকটা নতুন হলেও, এই মন্দির শহরবাসীর কাছে বেশ শ্রদ্ধা এবং ভক্তির জায়গা।
নয়ন ঘোষ