TRENDING:

Bridge Repair: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা

Last Updated:

Bridge Repair: বর্ষা আসতেই দুর্ভোগ ঠেকাতে নিজেরাই সেতু মেরামতিতে হাত লাগলেন পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের ঘুঘুডাঙার বাসিন্দারা। নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ঘুঘুডাঙায় খড়ি নদীর উপর রয়েছে একটি বাঁশের সেতু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: নেই কোনও পাকা সেতু। বর্ষায় সেটাও বিপন্ন হয়ে পড়তে পারে। তাই প্রশাসনের ভরসায় না থেকে একমাত্র ভরসার বাঁশের অস্থায়ী সেতু মেরামতি শুরু করলেন স্থানীয়রাই। পূর্ব বর্ধমানের এই বাঁশের সেতুটি দেখলে ভয় হবে আপনারও।
advertisement

ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। প্রতিদিনই কোথাও না কোথাও কালো মেঘে ঢাকছে আকাশ। তাই বর্ষা আসতেই দুর্ভোগ ঠেকাতে নিজেরাই সেতু মেরামতিতে হাত লাগলেন পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের ঘুঘুডাঙার বাসিন্দারা। নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ঘুঘুডাঙায় খড়ি নদীর উপর রয়েছে একটি বাঁশের সেতু। যে সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট।

আর‌ও পড়ুন: অবশেষে যানজট মুক্ত হ‌ওয়ার পথে রানিহাটি

advertisement

দীর্ঘদিন ধরে এখানে পাকা সেতুর জন্য স্থানীয়রা আবেদন করে আসছেন। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। ফলে প্রতি বছর বর্ষা এলেই এখানকার গ্রামবাসীরা নিজেরাই হাত লাগান সেতু মেরামতিতে। এই বছরেও এলাকাবাসীরা চাঁদা তুলে হাত লাগিয়েছেন সেতু মেরামতির কাজে। এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, পাকা সেতু তৈরীর প্রতিশ্রুতি মিলেছে একাধিক বার। কিন্তু গত ২০-২৫ বছর ধরে আজও পাকা সেতু হল না। বহু মানুষ যাতায়াত করেন এই সেতু দিয়ে। কয়েকদিন আগেও এই সেতুর খারাপ অবস্থার জন্য একজন গাড়ি নিয়ে পড়ে গিয়েছিলেন। তাই এবার আমরা গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেরাই সেতু ঠিক করলাম।

advertisement

View More

জানা গিয়েছে খড়ি নদীর ওপরের এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। বাঁশের অস্থায়ী এই সেতুর ওপর দিয়েই স্কুলের ছাত্র-ছাত্রী, স্থানীয় বাসিন্দা সহ অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয়। যার ফলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাঁদের। কিন্তু বাঁশের সেতুর বেহাল অবস্থার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে খুব শীঘ্রই এলাকাবাসীদের জন্য পাকা সেতুর ব্যবস্থা করা হবে বলে জানান নান্দাই পঞ্চায়েতের উপ-প্রধান সাহানাজ মোল্লা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bridge Repair: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল