দুর্গাপুজোর বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর এমন সংঘর্ষ বাঁধে শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকল গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তারই মধ্যে নিজেদের গ্রামেরই দুই গোষ্ঠীর কথা কাটাকাটি ও সংঘর্ষের কারণে আহত হন চারজন।
advertisement
আরও পড়ুন: নিম্নচাপের চোখরাঙানি, এরই মাঝে…! কী হবে পুজো কার্নিভালের? জানুন প্রস্তুতির লেটেস্ট আপডেট
বীরভূমে এমন ঘটনার কারণ হিসেবে আহত বিমলেন্দু সাহা দাবী করেছেন, তারা অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লোকজন। দীর্ঘদিন ধরেই তারা অনুব্রত গোষ্ঠীর হয়ে কাজ করছেন। কিন্তু কাজল গোষ্ঠীর লোকজনরা চাইছেন তারা যেন অনুব্রত গোষ্ঠী থেকে কাজল গোষ্ঠীতে যোগ দেন। যে কারণে যখন তারা বিসর্জনের জন্য হৈ হুল্লোড় করছিলেন তখন অতর্কিত হামলা চালায় কাজল গোষ্ঠীর লোকেরা। আর তাতেই শুরু হয় কথা কাটাকাটি সংঘর্ষ, যে সংঘর্ষে আহত হয়ে চারজন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
তবে এসবের মধ্যেই বিশেষ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে ভ্রমরকল গ্রামে যে ঘটনা ঘটে সেই ঘটনা কোনও রাজনৈতিক কারণে নয়, বরং বক্স বাজানোকে কেন্দ্র করেই ঝামেলা ও শেষ পর্যন্ত সেই ঝামেলা হাতাহাতিতে পরিণত হয়। পরে এই ঘটনাকে রাজনীতির রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়।