Durga Puja Carnival: নিম্নচাপের চোখরাঙানি, এরই মাঝে...! কী হবে পুজো কার্নিভালের? জানুন প্রস্তুতির লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
দুর্গাপুজা শেষ হওয়ার পরেও পুজোর রেশ বা উৎসবের আনন্দ ধরে রাখে পুজো কার্নিভাল। এবার বৃষ্টি মাথায় নিয়ে সেই পুজো কার্নিভালের প্রস্তুতি প্রশাসন।
তমলুক, সৈকত শী: দুর্গাপুজোর নবমীর দিন বদলেছে আবহাওয়া। চলছে বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়ে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অর্থাৎ পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। শেষ কয়েক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজন হচ্ছে। সেই সূত্রেই এবছর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। দুর্গাপুজা শেষ হওয়ার পরেও পুজোর রেশ বা উৎসবের আনন্দ ধরে রাখে পুজো কার্নিভাল। এবার বৃষ্টি মাথায় নিয়ে সেই পুজো কার্নিভালের প্রস্তুতি প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালে প্রায় ২০টি পুজো মণ্ডপ এই কার্নিভালে অংশ নিয়েছিল। বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে বহু মানুষ জড়ো হন প্রতিবছর। প্রশাসনের ধারণা, এ বছর কার্নিভালে অংশগ্রহণ করা পুজো কমিটির পুজো আরও বাড়বে। তমলুক শহরে এসডিও অফিসের সামনে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের ওপর এই কার্নিভাল আয়োজিত হয়। সেইমতো শুরু হয়েছে কার্নিভাল আয়োজনের প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস রয়েছে কার্নিভালের দিন অর্থাৎ ৪ অক্টোবর শনিবার। সেই মতো প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪ অক্টোবর শনিবার কার্নিভাল শুরু হবে বিকেল পাঁচটা থেকে। সেই সময় রাজ্য সড়কের দু’পাশে ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সুষ্ঠুভাবেই কার্নিভাল সম্পন্ন হয় তার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়। তিনি বলেন, ”প্রতিবছরের মতো এবছরও কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে। কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস রয়েছে তাই বাড়িতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন তমলুকের মহকুমা শাসকের দফতর সংলগ্ন হলদিয়া–মেচেদা রাজ্য সড়কে প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এব্রার, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক মহুয়া মল্লিক, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। সব মিলিয়ে দুর্গাপুজা শেষ হতে না হতেই বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা পূজা কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়েছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 03, 2025 11:49 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Carnival: নিম্নচাপের চোখরাঙানি, এরই মাঝে...! কী হবে পুজো কার্নিভালের? জানুন প্রস্তুতির লেটেস্ট আপডেট