জানা গিয়েছে, লোধাশুলি বিটে গত সাতদিন ধরে ১০টি দাঁতালের একটি দল অবস্থান করছে। শিরশি গ্রামে রাত এগারোটা নাগাদ একটি দলছুট দাঁতাল ঢুকে পড়ে। এলাকায় হাতি ঢুকে পড়ার খবর চাউর হতেই গ্রামবাসীরা মশাল হাতে বেরিয়ে পড়ে। গ্রামবাসীদের প্রচেষ্টায় ওই দল ছুট দাঁতালটিকে শিরশি গ্রাম থেকে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়।
advertisement
ঘটনার আনুমানিক ২ ঘন্টা পর গভীর রাতে পুনরায় সেই দল ছুট দাঁতাল ঢুকে পড়ে শিরশি গ্রামে। গ্রামে ঢুকেই তাণ্ডব চালাতে শুরু করে চাষের জমিতে। প্রায় ঘন্টাখানেক জমিতে তাণ্ডব চালায় ওই দাঁতাল।
এরপর বিষয়টি জানতে পারে শিরশি গ্রামের গ্রামবাসীরা। আবারও প্রত্যেকে মশাল হাতে বেরিয়ে আসে দাঁতালকে তাড়াতে। দীর্ঘক্ষণ বহু প্রচেষ্টার পর তারা দাঁতালকে তাড়াতে সক্ষম হন। দলছুট দাঁতালকে জঙ্গলে তাড়ানোর পর শিরশি গ্রামের চাষিদের মাথায় হাত পড়ে।
একাধিক চাষির বিঘার পর বিঘা ধান জমি নষ্ট করে দাঁতাল। এই সময় প্রচুর জমিতে ধান চাষ হয়েছে । হাতির পায়ে পিষে বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়েছে বলে দাবি চাষিদের। হাতির উপদ্রব ঠেকাতে তারা রাতের বেলায় মশাল জেলে পাহারা দিয়ে থাকেন। কিন্তু তাতেও জমির শেষ রক্ষা হল না।
বুদ্ধদেব বেরা